Monday, August 18, 2025
HomeScrollবিবাহবিচ্ছেদের পরেও জেনিফার বেন অ্যাফ্লেককে ফেরত দেবেন না ৪০ কোটির আংটি
Jennifer Lopez and Ben Affleck

বিবাহবিচ্ছেদের পরেও জেনিফার বেন অ্যাফ্লেককে ফেরত দেবেন না ৪০ কোটির আংটি

আংটিটির ভারতীয় টাকার মূল্য ৪০ কোটিরও বেশি

Follow Us :

ওয়েব ডেস্ক: গতবছরের মাঝামাঝি সময় থেকেই হলিউড তারকা জেনিফার লোপেজ- বেন অ্যাফ্লেকের বৈবাহিক সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশ্যে এসেছিল। তারপরই তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনা ক্রমশ প্রকট হয়ে উঠেছিল। প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট মাসে জেনিফার এবং বেন গাঁটছড়া বেঁধেছিলেন। এবার বিবাহবিচ্ছেদের পরেও অ্যাপ্লিকের থেকে পাওয়া নিজের বাগদানের আংটিটি নিজের কাছেই রেখে দেবেন বলে জানিয়েছেন জেলো।আংটিটির ভারতীয় টাকার মূল্য ৪০ কোটিরও বেশি(৫ মিলিয়ন ডলার)। তাঁদের বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল যে দুজনের মধ্যে ‘চূড়ান্ত মতপার্থক্য’। যা কখনোই মীমাংসা করা সম্ভব হয়নি। এরপরই হলিউডের এই দুই তারকা আদালতে জানান যে তাদের পক্ষে একসঙ্গে থাকা আর সম্ভব নয়। আদালত সূত্রের খবর জেনিফার বাগদানে যে ৮.৫ ক্যারেটের সবুজ হীরের আংটি পেয়েছিলেন সেটি নিজের কাছেই রাখতে চান। এটি অত্যন্ত বিরল আকারের এবং রঙের হীরে।বেনএফেক্ট নাকি এই আংটিটি তাদের চূড়ান্ত বিবাহ বিচ্ছেদের স্মৃতি হিসেবে প্রাক্তনকে উপহার দিয়েছেন। প্রসঙ্গত এপ্লিকের আংটিতে নাকি খোদাই করে লেখা ছিল ‘কোথাও যাচ্ছি না’।

আরও পড়ুন: রবিনাকে টেক্কা দিচ্ছে মেয়ে রাশা

এদিকে বিবাহ-বিচ্ছেদ হলেও সদ্য প্রাক্তন স্বামী বেন অ্যাফ্লেকের উপহার দেওয়া ৫ মিলিয়ন ডলারের বাগদানের হীরের আংটি ফেরত দিতে নারাজ জেনিফার লোপেজ। বাগদানের আংটি ফেরতে ‘না’ জেনিফারের…
আদালতের নথি থেকে জানা যাচ্ছে, জেনিফার বাগদানে পাওয়া ৮.৫ ক্যারেটের সবুজ হীরের আংটি, নিজের কাছেই রাখছেন। বেন অ্যাফ্লেক নাকি এই আংটিটি তাঁদের চূড়ান্ত বিবাহবিচ্ছেদ ও নিষ্পত্তির অংশ হিসেবে প্রাক্তনকে উপহার দিয়েছেন। বিশেষজ্ঞরা এ বলছেন যে এই আকার এবং রঙের হীরেটি ভীষণভাবেই বিরল। এর মূল্য ৫মিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। এদিকে বেন অ্যাফ্লেকের আংটিতে নাকি খোদাই করে লেখা ছিল ‘কোথাও যাচ্ছি না’।

, বিচ্ছেদের চূড়ান্ত নিষ্পত্তির সময় জেনিফারকে আংটি ছাড়াও তাঁর পোশাক, গয়না এবং অন্যান্য ব্যক্তিগত জিনিস উপহার হিসাবে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয় বিচ্ছেদের দিন থেকে জেনিফার তাঁর উপর্জনের সমস্ত টাকা এবং সিটি ন্যাশনাল ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্টে জমা থাকা তহবিলের অর্ধেক টাকা পেয়ে যাবেন।এখানেই শেষ নয়, আদালতের নথি অনুযায়ী, জেনিফার তাঁর অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কর্মসংস্থান এবং/অথবা তাঁর বিয়ের কারণে যে কোনও সামাজিক সুরক্ষা সুবিধা এবং সামাজিক সুরক্ষা ডেরিভেটিভ অধিকারগুলিতে এবং তাঁর সমস্ত অধিকার, শিরোনাম এবং আগ্রহ বজায় রাখবেন।

একইভাবে বেন অ্যাফ্লেকও তাঁর পোশাক, গয়না সহ ব্যক্তিগত জিনিসপত্রের পাশাপাশি বিচ্ছেদের পরে তাঁর যেকোনও উপার্জন নিজের কাছেই রাখবেন। তিনি তাঁর প্রযোজনা সংস্থা, আর্টিস্টস ইক্যুইটির সম্পূর্ণ মালিকানাও বজায় রাখবেন, যা তিনি ম্যাট ডেমনের সঙ্গে ২০২২ সালে প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও রয়েছে তাঁদের ৬০ মিলিয়ন ডলারের বেভারলি হিলস ম্যানসন। সেটা বিক্রির টাকাও এই সদ্য প্রাক্তন দম্পতি ভাগাভাগি করে নেবেন। এছাড়াও এই বিচ্ছেদের চুক্তি অনুযায়ী জেনিফার বা বেন ভবিষ্যতে একে অপরের প্রয়োজনে পাশাপাশি থাকার কোনও দাবি করতে পারবেন না। জানা যায়, দু’জন অনেকদিন ধরেই আলাদা থাকছিলে। তবে প্রথমদিকে এমন প্রতিবেদনেও মুখ খোলেননি তাঁরা।

প্রসঙ্গত, এটা বেনের দ্বিতীয় ও জেনিফারের চতুর্থ বিবাহ-বিচ্ছেদ ছিল। জানা যায়, দু’জন অনেকদিন ধরেই আলাদা থাকছিলে। তবে প্রথমদিকে এমন প্রতিবেদনেও মুখ খোলেননি তাঁরা।
বিচ্ছেদের চূড়ান্ত নিষ্পত্তির সময় জেনিফারকে আংটি ছাড়াও তাঁর পোশাক, গয়না এবং অন্যান্য ব্যক্তিগত জিনিস উপহার হিসাবে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয় বিচ্ছেদের দিন থেকে জেনিফার তাঁর উপর্জনের সমস্ত টাকা এবং সিটি ন্যাশনাল ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্টে জমা থাকা তহবিলের অর্ধেক টাকা পেয়ে যাবেন।
রয়েছে তাঁদের ৬০ মিলিয়ন ডলারের বেভারলি হিলস ম্যানসন। সেটা বিক্রির টাকাও এই সদ্য প্রাক্তন দম্পতি ভাগাভাগি করে নেবেন। এছাড়াও এই বিচ্ছেদের চুক্তি অনুযায়ী জেনিফার বা বেন ভবিষ্যতে একে অপরের প্রয়োজনে পাশাপাশি থাকার কোনও দাবি করতে পারবেন না। জানা যায়, দু’জন অনেকদিন ধরেই আলাদা থাকছিলে।
এটা বেনের দ্বিতীয় ও জেনিফারের চতুর্থ বিবাহ-বিচ্ছেদ ছিল। জানা যায়, দু’জন অনেকদিন ধরেই আলাদা থাকছিলেন।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
ABVP | Bikash Bhavan | বিকাশ ভবন অভিযান ABVP-র, ধু/ন্ধু/মার কাণ্ড, দেখুন কী অবস্থা
00:00
Video thumbnail
Supreme Court | মিলিটারি ট্রেনিংয়ে পাওয়া আ/ঘা/তের জেরে চাকরি থেকে ছাঁটাই, খোদ মামলা শীর্ষকোর্টের
00:00
Video thumbnail
Donald Trump | সোমবার বৈঠকের আগেই জেলেনস্কিকে আগাম ট্রাম্প-বার্তা, কী বার্তা দিলেন?
00:00
Video thumbnail
Madhyamgram | মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বো/মা বি/স্ফো/র/ণ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ১
11:19
Video thumbnail
Election Commission | SIR-এ ভোটার তালিকায় নাম তুলতে নথিহীন নথি দাবি কমিশনের
08:27
Video thumbnail
BJP | 'লোকসভা ভোটে ৭৯টি আসনে কা/রচুপি করেছে বিজেপি', বি/স্ফো/রক দাবি নির্মলা সীতারমণের স্বামীর
05:15:00
Video thumbnail
Rahul Gandhi | Election Commission | সাত দিনের ডেডলাইন রাহুল vs কমিশন, কী হবে এবার?
05:17:20
Video thumbnail
ABVP | Bikash Bhavan | বিকাশ ভবন অভিযান ABVP-র, ধুন্ধুমার কাণ্ড, দেখুন কী অবস্থা
03:49
Video thumbnail
EC | Rahul Gandhi | 'ক্ষমা চান দেশবাসীর কাছে', নির্বাচন কমিশনের নি/শা/নায় রাহুল গান্ধী
04:35:46
Video thumbnail
Court News | মিলিটারি ট্রেনিংয়ে পাওয়া আ/ঘা/তের জেরে চাকরি থেকে ছাঁটাই, খোদ মামলা শীর্ষকোর্টের
08:44