Thursday, August 28, 2025
HomeScrollহেমলক সোসাইটি’র সিক্যুয়েলে পরমব্রতর নায়িকা?

হেমলক সোসাইটি’র সিক্যুয়েলে পরমব্রতর নায়িকা?

কলকাতা: শিবপ্রসাদের পর এবার সৃজিতের ছবিতে কৌশানী। শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী’ যে কৌশানীকে রাতারাতি স্টার বানিয়েছে, তা অস্বীকার করার নয়। এবার সৃজিতের পরবর্তী ছবিতে নায়িকার কৌশিনি মুখ্যোপাধ্যায় (Koushani Mukherjee)। বাংলার মূল ধারার বাণিজ্যিক ছবিতেই তাঁকে দেখা যেত। রোম্যান্টিক ছবির নায়িকা হিসেবেই দর্শকদের কাছে পরিচিত ছিলেন। ‘বহুরূপী’ যেন একেবারে মুখোশটা পাল্টে দিয়েছে। বিশেষ করে কৌশানীর ‘ডাকাতিয়া বাঁশি’-তে মজে জেন ওয়াই। এই ছবির হাত ধরে একলাফে জনপ্রিয়তার গ্রাফও হয়েছে ঊর্ধমুখী কৌশানীর।

সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি কিলবিল সোসাইটি। জানা গিয়েছে এই ছবিটি নাকি হেমলক সোসাইটির সিক্যুয়েল। ইন্ডাস্ট্রির অন্দরে কানপাতলে শোনা যাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতার পর এবার সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ছবির নায়িকা হতে চলেছেন কৌশানী। সৃজিতের ‘হেমলক সোসাইটি’র (Hemlock Society) সিক্যুয়েলে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। এই সিনেমায় পরমব্রতকে (Parambrata Chatterjee) নিয়েই একযুগ পরে ফিরতে চলেছেন সৃজিত। সেই তালিকার নয়া সংযোজন কৌশানী মুখোপাধ্যায়।

আরও পড়ুন: আথিয়ার থেকে চোখ সরছে না রাহুলের, সুস্পষ্ট বেবিবাম্প

‘হেমলক সোসাইটি’তে (Hemlock Society) পরমব্রতর সঙ্গে জুটি বেঁধেছিলেন কোয়েল মল্লিক। সদ্যজাতকে নিয়ে ব্যস্ত কোয়েল। সিক্যুয়েলে জন্য কৌশানিকে বেঁছে নিলেন সৃজিত। আপাতত ব্রাত‌্য বসুর নাটক অবলম্বনে ‘উইঙ্কল টুইঙ্কল’-এর শুটিংয়ে ব্যস্ত। এর পরই ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েলের কাজ জোরকদমে শুরু করবেন তিনি।

অন্য খবর দেখুন

Read More

Latest News