Friday, August 29, 2025
HomeScrollগরমেও ঝলমলে ক্যাজুয়াল সাজে কৌশানী

গরমেও ঝলমলে ক্যাজুয়াল সাজে কৌশানী

কলকাতা: ‘হেমলক সোসাইটি’-র ১৩ বছর পর মুক্তি পেল কিলবিল সোসাইটি (Killbill Society)। ইতিমধ্যেই পরম-কৌশানির চুমুর দৃশ্য পর্দায় ঝড় তুলেছে। প্রশংসিত হয়েছে কৌশানীর অভিনয়। শুধু অভিনয় নয় নিজের স্টাইলের জন্যও চর্চায় থাকেন তিনি। এবার চৈত্রের গরমে ছবি পোস্ট করে পারদ চড়ালেন কৌশানী মুখ্যোপাধ্যায় (Koushani Mukherjee)। ক্যাজুয়াল কিন্তু স্টাইলিশ সাজে দেখা গেল তাঁকে।

টলিপাড়ার ব্যস্ত নায়িকাদের মধ্যে অন্যতম কৌশানী মুখোপাধ্যায়। ‘বহুরূপী’র হাত ধরে সত্যিই কৌশানি মুখোপাধ্যায়ের ‘পুনর্জন্ম’ হয়েছে। আর সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে সেটা একটা অন্য মাত্রায় গিয়েছে। কিলবিল সোসাইটিতে তিনি ‘আনন্দ কর’কে রীতিমত সমানে সমানে টক্কর দিয়েছেন অভিনয়ে। ছবি নিয়ে চর্চার মাঝে ফোটোশ্যুটে মন দিলেন নায়িকা। গরমে নিজের ফ্যাশন নিয়ে সচেতন কৌশানী। গ্রীষ্মের গরমে অভিনেত্রীর স্টাইল প্রশংসিত। উর্ধ্বমুখী পারদ এই সময় কৌশানী ফ্যাশনে বেছে নিলেন কটন কড সেট। বেজ সঙ্গে নীল কাজের স্টট সার্ট সঙ্গে পেন্ট। চোখে নীল সানগ্লাস। অভিনেত্রীর সাজ লাইমলাইট কেড়েছেন। হালকা সাজেও কোশানীর থেকে চোখ ফেরানোই দায়।

আরও পড়ুন: খোলামেলা ওয়ান পিসে গ্ল্যামারাস জাহ্নবী

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani)

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News