Monday, September 1, 2025
Homeবিনোদনবছরের গোড়ায় বিয়ে করে শিরোনামে এসেছিলেন নার্গিস ফাখরি, কি বলছেন স্বামীকে নিয়ে!

বছরের গোড়ায় বিয়ে করে শিরোনামে এসেছিলেন নার্গিস ফাখরি, কি বলছেন স্বামীকে নিয়ে!

এবছরের ফেব্রুয়ারি মাসে লস এঞ্জেলেসে নার্গিস ফাখরি ও টনি বেগ তাদের বিয়ে সেরেছেন!

ওয়েব ডেস্ক: বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি(Nargis Fakhri) এবং টনি বেগ(Tony Beig)এ বছরের ফেব্রুয়ারি মাসে লস এঞ্জেলসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপনে বিয়ে(Secret Wedding)করেছিলেন। যদিও শেষ সময় নার্গিস কিংবা টনি কেউই প্রকাশ্যে বিয়ের খবর স্বীকার করেননি।
এবার নার্গিস তার স্বামী(Husband) টনিকে নিয়ে এই প্রথমবার প্রকাশ্যে এলেন। এই মুহূর্তে দুজনে সুইজারল্যান্ডে হানিমুনে(Honeymoon in Switzerland) গেছেন।

আরও পড়ুন:পুজোয় আসছে ‘রক্তবীজ ২’, নুসরতের আইটেম গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ ছুঁল নতুন মাইলফলক

সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তার বিয়ের আংটি(Wedding ring)র ছবি ও শেয়ার করেছেন। দীর্ঘদিনের প্রেমিক এবং উদ্যোগপতি টনি বেগ(Entrepreneur Tony Bei)কে নার্গিস যে বিয়ে করেছেন এটি তারই সীলমোহর। সেইসঙ্গে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি এবং বিশাল কেকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা কাটানোর সময় নার্গিস সুইমিং পুলে স্বামীর পাশে নিজের বিয়ের আংটির ছবি দেখাচ্ছেন, যা তাদের সম্পর্কে নতুন এক অধ্যায় নিশ্চিত করে। প্রথমবার স্বামীকে নিয়ে নার্গিস ফ্যাক্টরির প্রকাশ্যে আসা এই ছবি দেখে তার ভক্ত অনুরাগীরা যথেষ্ট খুশি।


খবরে প্রকাশ এবছরের ফেব্রুয়ারি মাসে পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে নার্গিস ফাখরি ও টনি বেগ তাদের বিয়ে সেরেছেন! তাদের সেই বিয়ের কথা নিশ্চিত করেছেন তাদের ঘনিষ্ঠ বন্ধু ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতার তথা কোরিওগ্রাফার ফারহ খান(Choreographer Farah Khan)। সম্প্রতি এক অনুষ্ঠানে ফারাহর সঙ্গে এই তারকা দম্পতিকে দেখা যায়। সেই অনুষ্ঠানের একটি ভিডিওতে ফারাহ নারগিসকে টনির স্ত্রী বলে উল্লেখ করেন।


ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, রেড কার্পেটে হাসিমুখে ফারাহ খানের সঙ্গে যোগ দিচ্ছেন নার্গিস ফাখরি। এরপর টনি বেগ ফারাহর পাশে এসে দাঁড়ালে ফারাহ মজা করে বলেন, “আপনার স্ত্রীর সঙ্গে দাঁড়ান।” তাঁর এই স্বাভাবিক মন্তব্যই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে দেয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News