‘খতরো কি খিলাড়ি ১৪’ (khatron ke khiladi season 14) টিভি রিয়েলিটি শোতে তার দুর্ধর্ষ স্থান দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল। তারপর ২০২৩-এ তার মুক্তিপত্র ‘নটি বলমা’ (Naughty Balma) তাকে দর্শকদের কাছে আরো ভালো করে পরিচয় করিয়ে দিয়েছে। তিনি হলেন মরক্কোর মডেল-অভিনেত্রী সাউন্ডোজ মউফকির (Soundous Moufakir)। মরক্কোয় জন্মালেও এখন তার স্থায়ী ঠিকানা মুম্বই। ইতিমধ্যেই তিনি জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এর সঙ্গেও একটি কাজ করেছেন।
সম্প্রতি একটি ব্রডকাস্টে এসে পোশাক বিরম্বনার কথা বলেছেন সাউন্ডোজ। ওয়ারড্রব ম্যালফাংশন নিয়ে কথা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পাপারাৎজ্জিদের সামনে নিম্নাঙ্গের লাল অন্তর্বাস দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেটা দেখার পর মউফকির ভাবছিলেন যদি কেউ একবার তাকে সাবধান করতেন তাহলে তার ভালো লাগতো। পডকাস্ট-এ তিনি বলেন, আসলে একটি ইভেন্টে গিয়েছিলাম সেখানে সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার লাল অন্তর্বাস দেখা যাচ্ছে, না সেই মুহূর্তে আমাকে কেউ সজাগ করেননি। সেখানে পাপারাৎজিরা উপস্থিত ছিলেন। পরে আমি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দেখেছিলাম। তখন লজ্জা পাওয়া ছাড়া আমার আর কোন কিছু করার ছিল না। কথা প্রসঙ্গে তিনি কাস্টিং কাউচের সম্মুখীন হবার অভিজ্ঞতাও জানিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন যে তিনি বিদেশিনী বলে হয়তো কম্প্রোমাইজ করতে রাজি হবেন। তিনি জানান সাম্প্রতিক অতীতেও অডিশন দেওয়ার সময় কুপ্রস্তাব পেয়েছেন। ‘এই ধরনের অস্বস্তিকর প্রস্তাব শুনে আমি চমকে গিয়েছিলাম। তাদের ধারণা হয়েছিল আমি বিদেশিনী বলে রাজি হয়ে যাব’।
‘পাপারাৎজ্জিদের সামনে নিম্নাঙ্গের লাল অন্তর্বাস দেখা গিয়েছিল..’
অডিশন দেওয়ার সময় কুপ্রস্তাব পেয়েছেন
Follow Us :