Tuesday, August 26, 2025
Homeবিনোদনবরফে ঘেড়া পাহাড়ের বুকে শুটিং শুরু সলমনের 'ব্যাটেল অব গালওয়ান'

বরফে ঘেড়া পাহাড়ের বুকে শুটিং শুরু সলমনের ‘ব্যাটেল অব গালওয়ান’

আজ থেকে লাদাখের রুক্ষ ভূমিতে জোর কদমে শুটিং শুরু হল সলমনের

ওয়েব ডেস্ক: প্রথম থেকেই বলিউড ভাইজান সলমন খানের(Bhaijan Salman Khan) নতুন ছবি ‘ব্যাটেল অব গালওয়ান'(Battle of Galwan)নিয়ে তিনি যথেষ্ট আবেগাপ্লুত। গালওয়ান উপত্যকার ভারত-চিন সংঘাতের(India-China conflict) প্রেক্ষাপটে নির্মিত হতে চলেছে বলিউডের এই ছবি। যেখানে কর্নেল বিকমল্লা সন্তোষ বাবুর(Colonel Bikumalla Santosh Babu ) চরিত্রে দেখা যাবে সলমনকে।

আরও পড়ুন:‘ধূমকেতু জ্বরে কাঁপছে বাংলা’ দেশুর সাফল্যে সামিল আমূলও

প্রসঙ্গত, চলতি মাসেই মুম্বইতেই এই ছবির শুটিং শুরু হওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল বান্দ্রার মেহবুব স্টুডিওতে। সেটও প্রস্তুত হয়ে গিয়েছিল। কিন্তু বিষ্ঞোই গ্যাং-এর সাম্প্রতিক প্রাণনাশের হুমকির কারণে সেই শুটিং বাতিল করতে হয়েছে।


আগেই ঠিক ছিল যে এ মাসের ২২ তারিখ থেকে সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত লাগাকে এই ছবির একশন সিকোয়েন্সে(Action sequence)র শুটিং চলবে। সেই মতন আজ থেকে লাদাখের রুক্ষ ভূমিতে জোর কদমে শুটিং শুরু হল সলমনের ‘ব্যাটল অব গালয়ান’ ছবির। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার(LAC) কাছে অবস্থিত গালয়ান উপত্যকা ভারত ও চীন উভয়ের জন্য কৌশলগত গুরুত্ব বহন করে।
এই ছবিতে বিশেষ চরিত্রের জন্য কঠোর প্রস্তুতি নিয়েছেন সলমন। প্রতিদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরাচ্ছেন তিনি।ছবির পরিচালক অপূর্ব লাখিয়া(Apoorva Lakhia) আজ শুটিং এর বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা দেখে সলমন অনুরাগীরা যথেষ্ট উত্তেজিত। ২০২০ সালের জুন মাসে ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে সলমনকে পর্দায় দেখতে পাওয়া যাবে। যে চরিত্রের জন্য দীর্ঘদিন ধরে তিনি প্রস্তুতি নিয়েছেন। বিশেষত ফিটনেস এর দিকে যথেষ্ট নজর দিয়েছেন তিনি। তার ভক্ত অনুরাগীদের ধারণা এই ছবি হতে চলেছে আগামী ঈদের উপহার। শুটিং ফ্লোর থেকে তুষারাবৃত পর্বতম বলার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন সলমন এমন ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তার দিকে তাক করে রয়েছে অনেক ক্যামেরা। দেখেই বোঝা যাচ্ছে চলছে জোর কদমের শুটিং। ছবিতে সলমন খানের বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News