Sunday, August 24, 2025
Homeবিনোদনবিকিনি পরা ছবি ভাইরাল হোক আমি চাই না: সোনাক্ষী

বিকিনি পরা ছবি ভাইরাল হোক আমি চাই না: সোনাক্ষী

গত বছর অভিনেতা জাহির ইকবালকে(Zaheer Iqbal) বিয়ে করে ‘দাবাং'(Dabang) অভিনেত্রী সোনাক্ষি সিনহা(Sonakshi Sinha) সংসার পেতেছেন। বলিউডে তার ডেবিউ ছবি ‘দাবাং’ সলমন খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের যথেষ্ট নজর কেড়েছিলেন। তারপর থেকে তাঁর জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে। সোনাক্ষী তার পেশাগত এবং ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে থাকেন।
কিছুদিন আগে ‘ডাবল এক্স এল'(Double X l)  ছবিতে হুমা কুরেশির(Huma Qureshi) সঙ্গে অভিনয় করে আলোচনায় উঠে এসেছিলেন। কারণ দুজনকেই এই ছবির চিত্রনাট্যের প্রয়োজনে ওজন বাড়াতে হয়েছিল। শরীর নিয়ে মানুষের মাথাব্যথার শেষ নেই। বিশেষ করে তা যদি নারী শরীর হয়। বেশি রোগা হলে চলবে না। বেশি মোটাও হলেও কটাক্ষের শিকার হতে হবে। ‘পারফেক্ট বডি’ বলে আদৌ কিছু আছে কি? নতুন সিনেমা ‘ডাবল এক্সএল’ সিনেমায় এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া সোনাক্ষী-হুমা।

প্রসঙ্গত,’আর…রাজকুমার’ ছবিতে সোনাক্ষীকে জলের মধ্যে শাড়ি পরে দেখা গিয়েছিল। কারণ তিনি বিকিনি (Bikini)পরতে রাজি হননি। এই ছবিতে তার বিপরীতে ছিলেন শাহীদ কাপুর। ছবির পরিচালক ছিলেন প্রভু দেবা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সোনাক্ষি সাঁতারের(Swim Costume) পোশাক নিজের শরীরে পরার ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিশেষ করে আমি বড় হয়ে ওঠার পর সুইম কস্টিউম কিংবা বিকিনি পরে সাঁতার কাটতে পারি না। কারণ তখন শরীর নিয়ে যথেষ্ট সচেতন হয়ে পরি। কারণ কোথা থেকে আমার ছবি তুলে ইন্টারনেটে কেউ ভাইরাল করে দেবে কিনা তা জানি না। অথচ দেশের বাইরে আমি প্রাণ ভরে সাঁতারের পোশাক পরে সাঁতার কাটতে পারি। অনেকটা সময় আমি জলে কাটাই।
অভিনেত্রী আরো জানান আঠারো বছর বয়সে কলেজে পড়ার সময় তিনি প্রথম জিমে যাওয়া শুরু করেছিলেন। ট্রেড মিলে দৌড়ানোর চেষ্টা করেছিলাম ৩০ সেকেন্ডের পর আমি ক্লান্ত হয়ে পড়ি। তখন আমি বুঝতে পেরেছিলাম এই বয়সে আমি এটা করতে পারবো না, সেজন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ অল্প বয়স থেকেই ফিটনেস সম্পর্কে চাপ রাখা সম্ভব নয়।

Read More

Latest News