Home Scroll বিচ্ছেদের পরেও বিজয়ের ব্লেজার পরে তামান্না

বিচ্ছেদের পরেও বিজয়ের ব্লেজার পরে তামান্না

কলকাতা: বলিউডে এখন চর্চায় রয়েছে তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় ভার্মার (Vijay Varma) বিচ্ছেদ। তমন্না ও বিজয়ের মধ্যে সমস্যা হয়েছিল বিয়ে নিয়েই। তারপরই বিচ্ছেদের পথে হাঁটেন দুই তারকা। তার মধ্যেই একটি নতুন ছবি বিতর্ক কয়েকগুন বাড়িয়ে দিল। বিচ্ছেদের মধ্যেও বিজয়ের জ্যাকেট ছাড়তে পারছেন না তামান্না। সেই ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

আরও পড়ুন: কবে মুক্তি পাবে সলমানের ‘সিকন্দর’

তমন্না ভাটিয়া ও বিজয় ভার্মার সম্পর্ক এখন যে আর নেই, তা বলিউডের প্রায় সবারই জানা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। সেই ছবি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যখন তমন্না ও বিজয় একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন একাধিকবার তমন্নাকে দেখা গিয়েছিল, বিজয় বর্মার কোট বা জ্যাকেট পরে ক্যামেরার সামনে আসতে। আর বিচ্ছেদের পরেও তমন্নার পরনে বিজয়ের ব্লেজার? রবিনা টন্ডনের কন্যা রাশা তমন্নার ভীষণ ভাল বন্ধু। তাঁর জন্মদিনের পার্টিতেই গিয়েছিলেন তমন্না। সেখানে ড্রেসকোড মেনে তিনি পরেছিলেন একটি কালো বডিকন ওয়ানপিস ও সাদা ও কালো স্ট্রাইপ দেওয়া একটি ওভারসাইজড ব্লেজার। নেটিজেনরা তমন্নার এই পোশাক দেখে টেনে এনেছেন বিজয়ের সঙ্গে তমন্নার তোলা পুরনো একটি ছবি। সেই ছবিতে বিজয় একেবারে অবিকল একরকম একটি ব্লেজার পরে রয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by HT City (@htcity)

অন্য খবর দেখুন