ওয়েব ডেস্ক: মার্কিন মসনদে প্রত্যাবর্তন করেছেন ট্রাম্প। আর নিজের মসনদে বসতেই একাধিক অবস্থান গ্রহণ করেছেন তিনি। আর এবার অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করেছেন ডোলান্ড ট্রাম্প। অদ্ভুত নিয়মে দেশ থেকে অনুপ্রবেশকারীদের দেশ থেকে করা হচ্ছে বিতাড়িত। পায়ে শিকল বেঁধে, হাতে হাতকড়া পরিয়ে আমেরিকা থেকে বিতাড়িত করা হচ্ছে। পানামার হোটেলে বন্দি রয়েছেন ৩০০ জন অনুপ্রবেশকারী। এদের মধ্যে রয়েছেন ভারত, ইরান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, চীন সহ এশিয়ার ১০ টি দেশের নাগরিক। তাঁদের জন্য প্রয়োজন অনুযায়ী খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এর মধ্যে প্রায় ৪০ শতাংশের বেশি অনুপ্রেবেশকারী দেশে ফিরতে নারাজ। তাঁদের দাবি, নিজেদের দেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনুপ্রবেশকারী।
আরও পড়ুন: অভিবাসীদের শেকল পরিয়ে ফেরত পাঠানো, হাসির প্রতিক্রিয়া মাস্কের!
আমেরিকা থেকে বিতাড়িতরা পানামার হোটেলের জানালার সামনে দাঁড়িয়ে কাগজে লিখে আর্জি জানিয়েছেন, “আমরা আমাদের দেশে নিরাপদ নই” ইংরেজি হরফে।
পানামার তরফ থেকে জানানো হয়েছে, যে সব অনুপ্রবেশকারীরা নিজেদের দেশে ফিরতে নারাজ, তাদের দারিয়েন প্রদেশে একটি কারাগারে রাখা হবে।
দেখুন অন্য খবর