Thursday, December 18, 2025
HomeScrollভারত বিরোধী মন্তব্যে বড় পদক্ষেপ নয়াদিল্লির, বিরাট চাপে বাংলাদেশিরা
Bangladesh

ভারত বিরোধী মন্তব্যে বড় পদক্ষেপ নয়াদিল্লির, বিরাট চাপে বাংলাদেশিরা

ঢাকার পর বন্ধ হল রাজশাহি ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

ওয়েব ডেস্ক:  বন্ধ করে দিল ভারত। দেশের ক্রমাবনত নিরাপত্তা পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বুধবার আইভ্যাকের (IVAC) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নিরাপত্তা পরিঢাকার পর এবার বাংলাদেশের (Bangladesh) রাজশাহি ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (Indian Visa Application Centre)স্থিতির কারণে আজ রাজশাহি ও খুলনার আইভ্যাক বন্ধ থাকবে। যাঁদের আজ অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাঁদের পরবর্তী সময়ে নতুন তারিখ দেওয়া হবে।’

ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছাকাছি ‘জুলাই ঐক্য’ ব্যানারে একদল কট্টর ইসলামপন্থী বিক্ষোভ মিছিলের দিনেই এই সিদ্ধান্ত নিয়েছে আইভ্যাক। ওই কর্মসূচিতে অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন-সহ একাধিক দাবি তোলা হয়। দিল্লির মতে, অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে প্রকাশ্যভাবে ভারত-বিরোধী মনোভাব, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ঘিরে বিদ্বেষমূলক বক্তব্য উদ্বেগজনক হারে বেড়েছে।

আরও পড়ুন: জেলবন্দি ইমরান খানের বোনেদের বিরুদ্ধে মামলা! গ্রেফতার ১৪

যদিও ভারতের উদ্বেগকে কার্যত উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের ‘সেভেন সিস্টার্স’ বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া ছাত্রনেতার বক্তব্য থেকে সরকারকে দূরে সরিয়ে তিনি বলেন, “হাসনাত আবদুল্লা সরকারে নেই। যদি সরকারের কোনও মতামত থাকত, তা আমি বা সরকারের সর্বোচ্চ স্তর থেকেই জানানো হত। এই মন্তব্য সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।”

তবে বাস্তবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার মতো কট্টরপন্থীদের বিরুদ্ধে কার্যত কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেই মত কূটনৈতিক মহলের একাংশের। কারণ হাসনাত শুধু ‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্যই করেননি, ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News