Friday, August 29, 2025
HomeScrollফেসবুক ইনস্টা থেকে কমে গেল আয়

ফেসবুক ইনস্টা থেকে কমে গেল আয়

ওয়েব ডেস্ক: এখন ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক (Facebook), ইনস্টাগ্রামে (Instagram) রিলস (Reels) বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেন বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার (Social Media Influencer)। তবে এবার সেই পথেই দেখা দিল বাঁধা!

কেন?

জানা যাচ্ছে, সপ্রতি মেটা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টার জনপ্রিয় সংক্ষিপ্ত ভিডিও ফিচার ‘রিলস’ থেকে কমিয়ে দিল কন্টেন্ট ক্রিয়েটারদের আয়। আর মেটার এমন সিদ্ধান্তই বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কনটেন্ট ক্রিয়েটারদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: রামনবমীতে তামিলনাড়ুতে পামবন রেলওয়ে সমুদ্র সেতুর উদ্বোধন করবেন মোদি

কারণ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দরুন বহু কনটেন্ট ক্রিয়েটার নিজেদের আয় করেন, এমনকি সেটি তাদের আয়ের একমাত্র মাধ্যম। আর সেখানেই এবার মেটা বসালো কোপ।

মেটার পক্ষ থেকে ২০২২ সালে ফেসবুকে চালু করা হয় রিলস ফিচার। ১৫০ টিরও বেশি দেশ তা চালু করে। আর এই রিলস ফিচার হয়ে উঠেছিল বহু ক্রিয়াটারদের আয়ের উৎস্য। প্রাথমিকভাবে ফেসবুকের পক্ষ থেকে “রিলস প্লে বোনাস প্রোগ্রাম” এর মাধ্যমে ক্রিয়েটরদের প্রতি মাসে ৩৫,০০০ ডলার পর্যন্ত আয়ের সুযোগ দেওয়া হয়েছিল, আর এই টাকা উপার্জন করতেন তারা ভিউয়ের উপর ভিত্তি করে।

অনেকেই এই নতুন আয়ের উৎসে হয়ে উঠেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার। তবে কিছু বছর যেতে না যেতেই ২০২৫ সালে ফেসবুক রিলসে আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

তবে কেন এমন সিধান্ত মেটার পক্ষ থেকে?

বিশেষজ্ঞদের মতে, মেটার এই সিদ্ধান্তের পিছনে রয়েছে মেটার লভ্যাংশ বাড়ানো এবং বিজ্ঞাপন ব্যয়ের পুনর্বিন্যাস।

দেখুন অন্য খবর

Read More

Latest News