তামিলনাড়ু: রামনবমী (Ram Navmi) উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নিয়ে তামিলনাড়ু সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথস্বামী মন্দির দর্শনে করবেন প্রধানমন্ত্রী। মন্দিরে প্রার্থনায় অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রী (Naredra Modi) তামিলনাড়ুতে (Tamilnadu) আধুনিক প্রযুক্তিতে নতুনভাবে নির্মিত পামবন সেতুর (Pamban Bridge) উদ্বোধন করবেন। আগে সেতুটি ১৯১৪ সালে নির্মিত হয়েছিল। সেটি অবস্থার ভগ্নদশায় পরিণত হয়। ২০২২ সাল থেকে সেতুটি বন্ধ করে দেওয়া হয়। সেতুটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। নয়া সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি এশিয়ার প্রথম উলম্ব লিফট রেল সেতু (first vertical lift railway sea bridge)।
আরও পড়ুন: হিন্দুরা নিরাপদ হলে, মুসলিমরাও নিরাপদ: যোগী আদিত্যনাথ
২০২৪ সালের নভেম্বরে রেলমন্ত্রী অশ্বিনী যাদব ট্যুইট করে বলেছিলেন, ভারতের প্রথম উল্লম্ব লিফট রেলওয়ে সমুদ্র সেতু। পামবন সেতুর সংযোগ দেশে এক নয়া অধ্যায়ের সূচনা করবে। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) কর্তৃক ৫৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি ২.৫ কিলোমিটারেরও বেশি বিস্তৃত সেতুটি নির্মাণ করা হয়েছে। এটি দ্রুতগামী ট্রেন এবং বর্ধিত ট্র্যাফিক পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। নতুন পামবন সেতু কেবল কার্যকরী নয়, এটি অগ্রগতির প্রতীক, আধুনিক প্রকৌশলের মাধ্যমে নির্মিত হয়েছে। ভারতের মূল ভূখণ্ড এবং তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপের মধ্যে পাঁচ মিনিটেরও কম সময়ে ট্রেনগুলিকে সমুদ্র পার হতে সক্ষম করবে।
উল্লেখ্য, নতুন পামবান সেতুটি এশিয়ার প্রথম উল্লম্ব লিফট রেল সেতু। নতুন কাঠামো চালু হওয়ার পর ১১১ বছরের পুরনো পামবান সেতুটি ভেঙে ফেলা হবে কিনা তা রেলওয়ে সিদ্ধান্ত নেবে।
১৯১৪ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত, যখন একটি সমান্তরাল সড়ক সেতু চালু হয়, তখন থেকে পুরাতন সেতুটি রামেশ্বরম এবং পর্যটন কেন্দ্র ধনুষকোডির সঙ্গে একমাত্র রেল যোগাযোগ ব্যবস্থা ছিল। তবে, বাতাসের গতিবেগ ৫৮ কিলোমিটার বা তার বেশি হলে উত্তোলন ব্যবস্থা কাজ করতে পারে না, যা প্রায়শই অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে ঘটে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালের নভেম্বরে নতুন পামবান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আরভিএনএল-এর অধীনে ২০২০ সালের ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটি প্রাথমিকভাবে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর কারণে পিছিয়ে যায়।
দেখুন অন্য খবর: