কলকাতা: মাধুরী দিক্ষিত (Madhuri Dixit), তাকে দেখলে আজও পুরুষদের হার্টবিট বেড়ে যায়। দেখে বোঝার উপায় নেই যে বয়স ৫০ এর কোটা পেরিয়েছে। নায়িকার কাছে বয়স শুধুই একটি সংখ্যা মাত্র। লাল শাড়িতে (Madhuri Dixit Stuns Red Saree) ফোটোশ্যুট করে সকলকে চমকে দিলেন তিনি।
ধাক-ধাক গার্লের ফিটনেস দেখে ইন্ডাস্ট্রির কমবয়সি নায়িকারও হিংসে করেন। বয়সের চাকা ঘুরলেও তাঁর সাজগোজ ফিটনেস পুরুষদের মনে ঝড় তোলে। মাধুরীকে দেখলে বোঝা যায় চেনা ছকে বিশ্বাসী নন তিনি। লাল রঙের শাড়ি পরা কিছু ছবি তিনি পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়। যা দেখে এখনও নারী-পুরুষ সকলের হৃদয় ‘ধক ধক’ করে উঠছে। ছবিতে দেখা গিয়েছে, অভিনেত্রীর পরনে রয়েছে লাল রঙের সিলভার কাজের একটি শাড়ি। তার দু’প্রান্ত জুড়ে সিলভার রঙের এমব্রয়ডারির ফুলেল নকশা। তার সঙ্গে মানিয়ে লাল রঙের ‘ডিপকাট ব্লাউজ। রোদ ঝলমলে দিনে খোলা পরিবেশে ফোটোশ্যুট করেছেন মাধুরী। রোদের জেল্লার চেয়ে বেশি গ্ল্যামারাস দেখাচ্ছে অভিনেত্রীকে। নায়িকার মুখের উজ্জ্বল্য যেন পরিবেশকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, গোল্ডেন সময়, গোল্ডেন গ্লো, মন সানসাইন।
View this post on Instagram
আরও পড়ুন: কুণাল কামরার মন্তব্য ঘিরে মুম্বইয়ে তোলপাড়,কঙ্গনা-হংসলের মধ্যে বাগযুদ্ধ
অন্য খবর দেখুন