ওয়েব ডেক্স: হোয়াইট হাউসের (White House) তরফ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মসনদে বসার পরই গোটা বিশ্বকে কড়া বার্তা দিয়েছেন। ওয়াশিংটনের এক সভা থেকে ট্রাম্প জানিয়েছেন, ‘যারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: নথিহীন অভিবাসীদের লালকার্ড দেখানো শুরু রিপাবলিকান ট্রাম্পের, শপথের পরপরই
ট্রাম্পের এই মন্তব্যকে নয়া মার্কিন সরকারের কঠোর অভিবাসন নীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও জানান, আমেরিকার নিরাপত্তা রক্ষায় এবং অভিবাসন ব্যবস্থার শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে এই পদক্ষেপ। ট্রাম্প প্রশাসন অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশবাসীকে।
President Trump is sending a strong message to the world: those who enter the United States illegally will face serious consequences: The White House pic.twitter.com/Vg67PldhBV
— ANI (@ANI) January 24, 2025
দেখুন আরও খবর: