ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার ইরান (Iran) আক্রমণ চালিয়েছে নেতানিয়াহুর দেশ (Israel)। শুক্রবার মাঝরাত থেকে পাল্টা হামলা চালায় ইরান। আগেই সাবধানবাণী শুনিয়েছিলেন ইরানের শীর্ষ নেতা আলি খামেনি (Ali Khameni)। বলেছিলেন, ‘এই কাজ যারা করল, তারা নিজেদেরই সর্বনাশ ডেকে আনল। এর বদলা নেওয়া হবে।’
খামেনির হুঁশিয়ারির কয়েকঘণ্টার মধ্যেই প্রবল প্রত্যাঘাত ইরানের। সূত্রের খবর, ইজরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপনাস্ত্র ছুড়েছে ইরান। তেহরান, জেরজালেম প্রবল প্রত্যাঘাত ইরানের।
আরও খবর: ফের ইরানের পাল্টা মিসাইল হামলা, তছনছ তেল আভিভ
রাতভর হামলার ফলে ঘরছাড়া হতে হয় তেল আভিভের সাধারণ মানুষকে। হামলার জের কমলে ইজরায়েল সেনার তরফে জানানো হয়, স্থানীয়রা নিরাপদ আশ্রয় ছেড়ে বেরোতে পারলেও সেনা ছাউনির কাছাকাছি থাকতে পারে। কারণ যখন তখন হামলা হওয়ার সম্ভাবনা ছিল।
ইরানে হামলার পর শীর্ষ নেতা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, ‘এই কাজ যারা করল, তারা নিজেদেরই সর্বনাশ ডেকে আনল। এর বদলা নেওয়া হবে।’ হামলার বিষয় নিশ্চিত করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস। বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ইজরায়েলের নাগরিকরা এই মুহূর্তে ইরানের শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তু। জেরুজালেম এবং তেল আভিভের জায়গায় জায়গায় চলছে বিস্ফোরণ। সাইরেনের শব্দে কেঁপে উঠছে চারপাশ।
দেখুন আরও খবর: