Thursday, August 28, 2025
HomeScrollআফটার শকে বিধ্বস্ত তিব্বত, মৃতের সংখ্যা ছাড়াল ১০০

আফটার শকে বিধ্বস্ত তিব্বত, মৃতের সংখ্যা ছাড়াল ১০০

ওয়েব ডেস্ক: একের পর এক ভূমিকম্পে বিধ্বস্ত তিব্বত (Tibet)। পর পর ৬টি ভূমিকম্পে (Earthquake) কেটে উঠেছে হিমালয়ের কোলের দেশটি। কম্পনের তীব্রতা ৭.১। মৃত্যুমিছিল অব্যাহত। মৃতের সংখ্যা বেড়ে ১২৬। জখম অনেকে। মঙ্গলবার সকালে ভূমিকম্পের জেরে কেঁপেছে ভারত (India), নেপাল (Nepal) ও ভুটান (Bhutan)।

মঙ্গলবার থেকে এখনও পর্যন্ত নেপাল-তিব্বত সীমান্তে জিজাং এলাকায় কমপক্ষে ২০টি কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৩. ৯ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টা ৫৮মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তাপমাত্রা ছিল ৪। জোরালো কম্পনের পর যে কম্পনগুলি অনুভূত হয়, তা আফটার শক নামে পরিচিত।

আরও পড়ুন : ভূমিকম্পে লন্ডভন্ড তিব্বত! মৃতের সংখ্যা বেড়ে ৯৫, শুধুই কান্নার রোল

জানা গিয়েছে, তিব্বতে কম্পনের জেরে জখম হয়েছেন ১৮৮ জনের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। তিব্বতের টিংরি কাউন্টি, ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষে বারংবার ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে।

প্রসঙ্গত, এদিন ভূমিকম্পের জেরে ভারতের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। বিহারের একাধিক জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শহর কলকাতায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মালদা সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News