Thursday, October 2, 2025
spot_img
HomeScrollট্রাম্প-জেলেনস্কি সংঘাতের পর ইউক্রেনের ভবিষ্যত কী?

ট্রাম্প-জেলেনস্কি সংঘাতের পর ইউক্রেনের ভবিষ্যত কী?

ওয়েব ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) আমেরিকা সফর একপ্রকার ব্যর্থ। তাঁকে ওভাল অফিসে ডেকে এনে রীতিমতো ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (JD Vance)। বরং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) প্রশংসা শোনা গিয়েছে তাঁদের মুখে। এক মিত্র দেশের সঙ্গে আমেরিকার রাষ্ট্রপ্রধানদের এই আচরণ আন্তর্জাতিক কূটনীতিতে আলোড়ন ফেলেছে। প্রশ্ন উঠেছে, তাহলে ইউক্রেনের ভবিষ্যত কী? এবার কি দেশটার উপর পুরোপুরি কবজা করে ফেলবে রাশিয়া?

এই দুঃসময়ে জেলেনস্কির পাশে আছে ইউরোপ। ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Kier Starmer)। লন্ডনে ১৮টি মিত্র দেশের বৈঠক হয়েছিল গত সপ্তাহান্তে। সেই বৈঠকের পর জেলেনস্কি জানান, শান্তির সম্ভাব্য শর্তাবলি ঠিক করতে ইউরোপের সঙ্গে আলোচনা করছেন তিনি। সেই সব শর্ত পাঠানো হবে আমেরিকার কাছে। সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কির বার্তা, “আমাদের শান্তি চাই, অন্তহীন যুদ্ধ নয়।”

আরও পড়ুন: ভারতের সমালোচনায় রাষ্ট্রপুঞ্জের হাই কমিশনার ভলকার তুর্ক, মুখের উপর জবাব ভারতের

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মারও একইভাবে বলেন, যুদ্ধ থামাতে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্যরা ইউক্রেনের সঙ্গে কাজ করবে। উপায় বের হলে তা ওয়াশিংটনের কাছে পাঠানো হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল (Emmanuel Marcon) মাক্রঁ জানিয়েছেন, ফ্রান্স ও ব্রিটেন এক আংশিক শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছিলেন। এই শান্তিচুক্তিতে আকাশ, জল এবং শক্তি পরিকাঠামোয় হামলা বন্ধ থাকবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News