Wednesday, August 27, 2025
HomeScrollএসএসসি অফিসের ভিতর ১৩জন শিক্ষক অবস্থানরত

এসএসসি অফিসের ভিতর ১৩জন শিক্ষক অবস্থানরত

ওয়েব ডেস্ক: ধৈর্যের বাঁধ ভাঙল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। আচার্য সদন স্ট্রিটের সামনে অবস্থান বিক্ষোভে চাকরিহারারা। এসএসসি দফতরের সামনে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। তাদের স্পষ্ট দাবি, ‘যোগ্য-অযোগ্যদের সম্পূর্ণ তালিকা আজই প্রকাশ করতে হবে’ নইলে অবস্থান থেকে তারা বিরত হবেন না বলে জানান তাঁরা।

একদিকে বাইরে যখন অবস্থা নাগালের বাইরে, ঠিক সেই মুহূর্তে চাকরিহারা শিক্ষকদের, ১৩ জনের প্রতিনিধি দল এসএসসি অফিসের ভিতর অবস্থানরত। আলোচনায় বসেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। কিন্তু আলোচনার পরেই ঘর থেকে বেরিয়ে যান তিনি। তবে এখনও এসএসসি অফিসের ভিতর অবস্থানরত ১৩ জন বঞ্চিত শিক্ষকদের একটি দল।

আরও পড়ুন: ‘তালিকা প্রকাশ না করা হলে কাউকে বেরোতে দেব না’ চাকরিহারাদের স্পষ্ট দাবি

বাইরে হাজারো চাকরিহারারা অবস্থানরত। তাঁদের দাবি, যতক্ষণ না সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান চলবে। রাতভর তাঁরা অবস্থান করবেন বলে জানান।

উল্লেখ্য, সোমবার যোগ্য-অযোগ্যের নামের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন বঞ্চিত শিক্ষক-শিক্ষাকর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, সন্ধ্যা ৬টা , অর্থাৎ ডেডলাইন পেরিয়ে গেলেও এখনও যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি।

আজ এসএসসির পক্ষ থেকে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ্যের কথা ছিল। কিন্তু আচার্য সদনের ভিতর থেকে খবর আসছে, থার্ড কাউন্সেলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁদের বৈধ বলে ঘোষণা করা হচ্ছে। শুধু কেন থার্ড কাউন্সেলিং পর্যন্ত পর্যবেক্ষণ প্রকাশ করা হয়েছে, এই দাবি তুলেই বিক্ষোভ দেখান তাঁরা। আর সেই নিয়েই এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের তুলকালাম।

সাড়ে সাতটা পার এখনও আসেনি তালিকা, আর তা নিয়েই শুরু হয়েছে বিক্ষোভ।

দেখুন অন্য খবর

Read More

Latest News