Wednesday, August 27, 2025
HomeScrollশহরে ফের অগ্নিকাণ্ড

শহরে ফের অগ্নিকাণ্ড

ওয়েব ডেস্ক: বেহালার জেমস লং সরণিতে আগুন! ফের শহরে বিধ্বংসী আগুন! বহুতলে আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্তের জের, বঙ্গে জারি বৃষ্টি

জানা যাচ্ছে, একটি বহুতলে আগুন লেগেছে। যেখানে বসবাস করেন বহুজন। হঠাৎই গলগল করে কালো ধোঁয়া বেড়িয়ে আসতে দেখা যায়। আবাসিকে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তবে কী থেকে আগুন লাগল? তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিনের চেষ্টায় চলছে আগুন নেভানোর কাজ। প্রায়োজনে আরও দমকল ঘটনাস্থলে পাঠানো হবে বলে জানানো হয় দমকলের পক্ষ থেকে।

জানিয়ে রাখি, কয়েকদিন আগেই কলকাতার বড়বাজারের মেছুয়া এলাকার ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুন লাগে। ঘটনায় বেশ কয়েকজন মারাও যান। আর তারপরেই রাজ্য সরকার এবং পুরসভা কড়া পদক্ষেপ গ্রহণ করেন। আর সেই আবহেই আবারও শহরে অগ্নিকাণ্ডের ঘটনা।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News