হাওড়া: পারিবারিক গোলমালের জেরে প্রহৃত হয়ে গুরুতর জখম (Injured) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী (Higher secondary examinee) । পরীক্ষায় (Higher Secondary EXam 2025) বসা হল না।
হাওড়ার (Howrah) সলপ-২ (salap-2) নম্বর পঞ্চায়েতের ঘটনা। গত ২৬ ফেব্রুয়ারি পারিবারিক বিবাদের জেরে কাকা ও খুড়তুতো ভাইয়ের হাতে প্রহৃত হন সাজিদ গাজি (Sajid Ghazi) নামের ওই ছাত্র। তাঁর বুকে ও ঘাড়ে মারাত্মক আঘাত লাগে।
তাঁকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা হয়। ঘটনার জেরে সাজিদ এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাঁর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা হল না। মারের চোটে এখনও কার্যত শয্যাশায়ী সাজিদ।
আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে মনুস্মৃতি, বাবর নামায় না
তাঁর বাবার অভিযোগ, সাজিদকে বেদম প্রহারের কারণেই সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না তার ছেলে।
জগাছা হাইস্কুলে তার পরীক্ষার সিট পড়েছিল। কিন্তু সে পরীক্ষা কেন্দ্রে যেতেই পারল না সে। বাড়িতে অ্যাডমিট কার্ড পড়েই রইল। প্রশাসনকে জানিয়েও কোনও সহায়তা মেলেনি।
দেখুন অন্য খবর: