Thursday, August 28, 2025
HomeBig news‘আমি সবাইকে নিয়ে চলি, বিভাজন চাই না,’ রেড রোড থেকে সম্প্রীতির বার্তা...

‘আমি সবাইকে নিয়ে চলি, বিভাজন চাই না,’ রেড রোড থেকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আমি সবাইকে নিয়ে চলি, বিভাজন (Division) চাই না। আমি সব ধর্মের (Religion) জন্য। এখানে সব ধর্মের মানুষ উৎসব পালন করে। আমরা সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করি। ওরা বিভাজনের রাজনীতি করে, আমরা বিভাজনের রাজনীতি করি না। কোনও দাঙ্গা করতে দেব না। আমি হিন্দু, মুসলমান, শিখ সবার সঙ্গে।

সতর্ক করে বললেন, “কারও প্ররোচনায় পা দেবেন না। রেড থেকে সম্প্রীতির বার্তা (Message of harmony)মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee)। সেইসঙ্গে বিজেপিকে নিশানা করে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি ধর্মের নামে ভেদাভেদ করি না। ধর্মের ব্যবসা করা বন্ধ করে দেব। বাম (Left Front) -বিজেপি (Bjp) জোট এক হয়ে অশান্তির চেষ্টা চালাচ্ছে।

প্রতি বারের মতো এবছরেও রেড রোডে (Red Road) নামাজ (Namaz) আদায় করেন মুসলিম ধর্মালম্বী (Muslim) মানুষেরা। সেই অনুষ্ঠানে শামিল হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতি বছর এই বিশেষ দিনটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা দিয়ে থাকেন তিনি। সেইসঙ্গে এবারেও রেড রোড থেকে বিজেপিকে (bjp) নিশানা করে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ইদ মোবারক, রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

 

আগেই রাজ্যবাসীকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি উর্দু ও বাংলা দুই ভাষাতেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “ঈদ মোবারক, ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷”

দুদিন আগেই বিদেশ থেকে ফিরেছেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণেই ছিল এই সফর। তবে এর সঙ্গে জুড়ে গিয়েছিল আরও কর্মসূচি। কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন কর্মসূচি নিয়ে, তার মধ্যে অন্যতম ছিল ইদ। আজ সেই কর্মসূচি থেকে সম্প্রীতি বার্তার মধ্যে দিয়ে বিজেপিকে ম্যারাথন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।

দেখুন অন্য খবর:

Read More

Latest News