Friday, January 9, 2026
HomeScroll“এটা ক্রাইম,” আইপ্যাকের অফিস থেকে বিস্ফোরক মমতা
Mamata Banerjee

“এটা ক্রাইম,” আইপ্যাকের অফিস থেকে বিস্ফোরক মমতা

লড়াই করার সাহস হচ্ছে না, লুট করতে নেমেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়েই সল্টলেকের আইপ্যাক (I-PAC) অফিসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে প্রাক পৌনে এক ঘন্টা পর বেরিয়ে এসে তাঁর দলের তথ্য ট্রান্সফারের অভিযোগ তোলেন ইডি-র (ED) বিরুদ্ধে। মমতার মতে, ইডি-র এই হানা এক ধরনের ‘ক্রাইম’। শুধু তাই নয়, আইপ্যাক দফতর থেকে তিনি একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তোপ দাগেন।

এদিন সল্টলেকে আইপ্যাক-এর দফতর থেকে বেরিয়ে মমতা বলেন, “ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। আমাদের কাগজ, তথ্য সব লুট করেছে। লড়াই করার সাহস হচ্ছে না, এখন লুট করতে নেমেছে। হার্ড ডিস্ক, অর্থনৈতক কাগজ, পার্টির কাগজ নিয়ে নিয়েছে।” এর পরেই তিনি বিজেপি-র দিকে আঙুল তুলে বলেন, “বিজেপির মতো এত বড় ডাকাত দেখনি।”

আরও পড়ুন: সাত সকালে আইপ্যাক অফিসে ইডি হানা, বিকেল ৪টা থেকে প্রতিবাদ মিছিল

এদিন একইসঙ্গে ইডি-র একাধিক তল্লাশি অভিযান নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, “ভোর থেকে অপারেশন চালু করেছে। সকাল ৬টার সময়ে এখানে শুরু হয়েছে। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না।” বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘‘আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা দেওয়াই? সেটা ঠিক হবে?” মমতা আরও বলেন, “এটা গণতন্ত্রে হতে পারে না। পার্টি অফিসে ঢুকে এটা করা যায় না।”

দেখুন আরও খবর:

Read More

Latest News