কলকাতা: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য রাজ্যে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে। বাংলাদেশ ইস্যুতে বিএসএফ-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে লোক ঢোকানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট কাজ করছে। সীমান্তে তৃণমূল বা পুলিশ পাহারা দেয় না। সীমান্তে বিএসএফ (BSF) পাহাড়া দেয়। আর তারাই অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে খুন করে চলে যাচ্ছে। অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়ালেন মমতা। মমতার মতো রাজ্যে জঙ্গিদের অনুপ্রবেশ নিয়ে বিএসএফকেই কাঠগড়ায় দাঁড় করায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
তৃণমূল সাংসদের অভিযোগ করে বলেছেন সীমান্তের দায়িত্বে তো বিএসএফ রয়েছে। বাংলায় জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ। একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। বৃহস্পতিবার নবান্নে জেলাশাসক, পুলিশ সুপার, মন্ত্রী, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তেমনই বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন। এমনকী কেন্দ্রীয় সরকার রাজ্য জঙ্গি হামলায় মদত দিচ্ছে বলেও অভিযোগ করলেন তিনি।
আরও পড়ুন: রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ, বিস্ফোরক অভিযোগ অভিষেকের
মমতা বলেন, জেলাশাসকরা বিএসএফ-কে সাহায্য করছেন। তাঁদের কেউ কেউ ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। বিএসএফের ভিতরের লোকজন অনুপ্রবেশে সাহায্য করছে। সীমান্ত পুলিশ পাহারা দেয় না। পুলিশের কাছে ইনফরমেশন থাকে। সীমান্ত পেরিয়ে এসে কেউ কেউ অপরাধমূলক কাজ করে চলে যাচ্ছে। খুনও হয়ে যাচ্ছে। আসলে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। মালদহ, নদিয়া দিয়ে অনুপ্রবেশ করছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে। জেলাশাসকদের কাছে ইনফরমেশন থাকে। কিন্তু তারা কোনও ইনফরমেশন দেয়নি। রাজীব কুমার আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের কাছে খবর আছে বিএসএফ ইসলামপুর, চোপড়া, দিয়ে লোক ঢোকাচ্ছে। আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। এনিয়ে বারবার কেন্দ্রকে বলেছি। এবার আমি বড় চিঠি লিখব।
অন্য খবর দেখুন