Saturday, August 23, 2025
HomeScrollশ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি উৎসবের সূচি ঘোষণা বেলুড় মঠের

শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি উৎসবের সূচি ঘোষণা বেলুড় মঠের

কলকাতা: প্রকাশিত হল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি উৎসবের অনুষ্ঠান সূচি৷ রবিবার অনুষ্ঠানসূচি প্রকাশ করল বেলুড় মঠ কর্তৃপক্ষ। জেনে নিন দিনক্ষণ।

একনজরে অনুষ্ঠানের সময়সূচি:
ভোর ৪টে- মঙ্গলারতি।
ভোর ৪.৪০ মিনিট- বেদপাঠ ও ভজনগান।
ভোর ৫টা-৬টা পর্যন্ত উষা-কীর্তন হবে শ্রীরামকৃষ্ণের মন্দির ও মঠ প্রাঙ্গণে।
সকাল ৭টায় শ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা ও হোম অনুষ্ঠিত হবে শ্রীরামকৃষ্ণের মন্দিরে।
সকাল ৮টা-৯টা অবধি শ্রীরামকৃষ্ণ-বন্দনাসভাগৃহে। অংশ নেবেন বেলুড় মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ।
সকাল ৯.0৫ মিনিট থেকে ৯.৪৫ মিনিট শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা করবেন স্বামী নিত্যশুদ্ধানন্দ মহারাজ।
সকাল ৯.৫০ মিনিট- ১০.৩০ মিনিট, ভক্তিগীতি।
সকাল ১০.৩৫ মিনিট-১১.১৫ মিনিট পর্যন্ত শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা করবেন স্বামী তপোধীরানন্দ মহারাজ।
বেলা ১১টা -২টো, মা সারদা সদন ভবনে ভক্তদের হাতে হাতে প্রসাদ বিতরণ।

আরও পড়ুন: মমতার নেতৃত্বে আগামী সপ্তাহে বসতে চলেছে তৃণমূলের দলীয় সভা

বেলা ১১.২০ মিনিট – ১২.0৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে গীতি-আলেখ্য।
বেলা ১২.১০ মিনিট- ১২.২০ মিনিট, ভজন পরিবেশন।
দুপুর ১২.২৫ মিনিট- ২টো, যন্ত্র-সঙ্গীত পরিবেশন।
বিকাল ৩টে-৩.৪৫ মিনিট, ‘স্বামী বিবেকানন্দ প্রবর্তিত – পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ’ (ইংরাজি) বই প্রকাশ হবে।
বিকাল ৪টে-৫টা পর্যন্ত শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী ভিত্তিতে ধর্মসভা।
সন্ধ্যা ৬টায় শ্রীরামকৃষ্ণের মন্দিরে সন্ধ্যারতি।

সমগ্র অনুষ্ঠানের মধ্যে বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে মা সারদা সদাব্রত ভবন থেকে। সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি বেলুড় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

Sri Ramakrishna Birth Anniversary

দেখুন আরও খবর:

 

 

 

 

 

 

 

Read More

Latest News