Friday, July 18, 2025
Homeবিনোদনকুম্ভ থেকে প্রীতি বললেন 'অপ্রীতিকর' অভিযোগ, কেন?
Preity Zinta

কুম্ভ থেকে প্রীতি বললেন ‘অপ্রীতিকর’ অভিযোগ, কেন?

প্রীতি জিন্টার ১৮ কোটির ঋণ মুকুব, পিছনে বিজেপি!

Follow Us :

রূপোলি পর্দা থেকে বেশ কিছু বছর নিজেকে গুটিয়ে রেখেছেন বলিউডের বাবলি গার্ল প্রীতি জিন্টা(Preity Zinta)। যতদূর জানা যায় প্রীতি জিন্টা পরিবার নিয়ে এখন মার্কিন মুলকের লস এঞ্জেলেস শহরে থাকেন। কিন্তু তবু তিনি আইপিএলে ‘পাঞ্জাব কিংস'(Punjab Kings) এর সহ মালিক হওয়ার দৌলতে মাঝেমধ্যেই চর্চায় থাকেন। সম্প্রতি অভিনেত্রী বিতর্কে জড়িয়েছেন। তিনি বিজেপি ঘনিষ্ঠ হওয়ায় কারণে মোটা টাকা ঋণ মুকুব(Written off) করে দিয়েছে ‘নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক'(New India Cooperative Bank)। এক্স হ্যান্ডেলে ‘কংগ্রেস কেরালা’ (Congress Kerala)নামক একটি পোস্টে পৃথিবীর বিরুদ্ধে এই চঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে। পাল্টা কেরল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী। এ সমস্ত ঘটেছে গতকাল অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি অভিনেত্রীর প্রয়াগরাজ যাত্রার ঠিক আগে। কুম্ভ থেকে প্রীতি বললেন ‘অপ্রীতিকর’ অভিযোগ ।
প্রীতির বিরুদ্ধে অভিযোগ যে মোদি সরকারের প্রভাবে ১৮ কোটি টাকার ঋণ ‘মকুব’ করে দেওয়া হয়েছে। এরপরই অভিনেত্রী এটি সম্পূর্ণ ‘ভুয়ো’ খবর বলে দাবি করেছেন। জানিয়েছেন তিনি নিজেই নিজের উপার্জনের টাকায় লোন পরিশোধ করেছেন। এর মাঝি আরো খবর রতে যে প্রীতি জিন্টা নাকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপি কে দিয়ে দিয়েছেন। এই দাবি কংগ্রেস কেরালা সোমবার এক্স-এ লেখেন, ‘প্রীতি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বিজেপিকে হস্তান্তরিত করেছেন পরিবর্তে বিজেপি প্রীতি ১৮ কোটি টাকার ঋণ মুকুব করে দিয়েছে। গত সপ্তাহে সেই ব্যাংকটি দেউলিয়া হয়ে গিয়েছে আমানতকারীরা তাদের টাকা ফেরত পেতে রাস্তায় নেমেছেন।’
প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39