Tuesday, September 2, 2025
HomeScrollনারকেলডাঙার অগ্নিকান্ডের ঘটনায় এবার কাউন্সিলরকে শোকজ নোটিস

নারকেলডাঙার অগ্নিকান্ডের ঘটনায় এবার কাউন্সিলরকে শোকজ নোটিস

কলকাতা: গত ৮ ফেব্রুয়ারি কলকাতার নারকেলডাঙা সংলগ্ন বস্তিতে লাগে ভয়াবহ আগুন। আর এই ঘটনায় পুড়ে যায় ৩০টিরও বেশি ঝুপড়ি। তারপরেই এই ঘটনায় সেখানকার বাসিন্দারা স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন। এমনকি তাঁর বিরুদ্ধে উগড়ে দেওয়া হয় ক্ষোভও। আর এবার এই ঘটনায় কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংকে করা হল শোকজ। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে আজই তাঁকে শাসক দলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তর তরফ থেকে দেওয়া হয় চিঠি।

আরও পড়ুন: অপরাজিতা বিল আটকে, দ্রুত কার্যকর করতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

স্থানীয়রা অভিযোগ তোলেন, বেআইনিভাবে টাকার বিনিময়ে চলত সেখানে বস্তি স্থাপনের অভিযোগ। আর খাল পাড়ের সেই গুদাম থেকেই লেগেছিল আগুন। যার জেরে বাসিন্দারা বিক্ষোভ দেখান। পরিস্থিতি পর্যালোচনার জন্য মেয়র সেখানে পৌঁছালে মেয়রের সামনেই বিক্ষোভ দেখান বাসিন্দারা। এমনকি মেয়র চলে যাওয়ার পরেও উত্তেজনা চরমে পৌঁছয়। আর তারপরেই এবার পুরসভার তরফ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

দেখুন অন্য খবর

Read More

Latest News