তিনমাস বাতিল দিল্লি বিমানবন্দরে ১১৪টি বিমান

0

ওয়েব ডেস্ক: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বিমানবন্দর হল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Delhi Indira Gandhi International Airport)। প্রতিদিন হাজার হাজার যাত্রীর ভিড় চোখে পড়ে এই বিমানবন্দর (Airport) জুড়ে। যাত্রী সুবিধা (Passenger Facilities) নিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিন প্রায় ১২৫০টি বিমান উড়ে যায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। আর এবার সেই যাত্রী সুবিধা ও নিরাপত্তার (Passenger Facilities and Security) কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ (Airport Authority)।

জানা গিয়েছে, রানওয়ের উন্নতিকরণের (Runway Upgradation) জন্য দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (Delhi Indira Gandhi International Airport) থেকে প্রতিদিন ১১৪টি বিমান যাতায়াত বন্ধ রাখা হবে। যা চলতি মাসের আগামী ১৫ জুন কার্যকর হবে। বিমান পরিষেবা বন্ধ (Air Services Remain Suspended) থাকবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ আগামী তিনমাস যাত্রী ভোগান্তি (Passengers Trouble) বাড়বে চরমে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এর তরফে এই খবর মিলেছে। জানানো হয়েছে, রানওয়ে ১০/২৮-এর আপগ্রেডেশনের (Upgradation) জন্য এই বিমান পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন: মেইতেই নেতাদের মুক্তির দাবিতে অশান্ত মণিপুরে, বন্ধ ইন্টারনেট

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, গত মে মাসে রানওয়ে ১০/২৮ আপগ্রেড (Runway Upgradation) করার কথা থাকলেও নির্দিষ্ট কিছু কারণে সেই কাজে বাঁধা পড়ে। সেই কাজে জুন মাস থেকে হাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, ১০/২৮ রানওয়েতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS) আপগ্রেডের কাজ করা হবে। আসলে কুয়াশা ও বৃষ্টির সময় দৃশ্যমানতা কম থাকে। তাই সেই ঝুঁকি এড়াতে বিমান যাতায়াতের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রানওয়ে উন্নতিকরণের (Upgradation) কাজ চলাকালীন মোট ২০০টি বিমান ওঠানামা প্রভাবিত হবে। যার মধ্যে ১১৪টি বিমান বাতিল (Flight Cancel) করা হয়েছে। বাকি ৮৬টি বিমানের ওঠানামার সময়ে কিছু বদল করা হবে বলে খবর বিমানবন্দর কর্তৃপক্ষ এর তরফে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের সিইও বিদেশ কুমার জয়পুরিয়ার কথায়, “কুয়াশা ও বৃষ্টির সময় বিমান ওঠানামা যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে রানওয়েটি আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছি। এই রানওয়েতে বেশ আপগ্রডেশন করার সিদ্ধান্ত নিয়েছি।”

দেখুন অন্য খবর