Friday, November 21, 2025
Homeটেরিটোরিয়াল আর্মিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার ৩

টেরিটোরিয়াল আর্মিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার ৩

ওয়েব ডেস্ক: টেরিটোরিয়াল আর্মিতে (Territorial Army) চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। যুবকদের থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্পেশাল টাস্ক ফোর্সের (STF) তৎপরতায় গ্রেফতার ওই তিনজন।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে STF-এর অভিযান। পুলিশের কাছে অভিযোগ এসেছিল জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে টেরিটোরিয়াল আর্মিতে (Territorial Army) চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যুবকদের থেকে ১৪ লক্ষ টাকা করে নিয়েছিল অভিযুক্তরা। অনলাইনের মাধ্যমে দীপক শর্মা (DIPAK SHARMA) নামে একজনের ব্যাঙ্কে টাকা ট্রান্সফার (transfer) করা হত বলে পুলিশ জানতে পেরেছে।

আরও পড়ুন: নিয়োগ প্রক্রিয়া চলুক, এখনই হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট  

পুলিশের অভিযানে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ফিরোজাবাদের বাসিন্দা অজয় কুমার,  জম্মু-কাশ্মীরের বাসিন্দা কুলওয়ান্ত সিং এবং সুনীল কুমার রয়েছেন। অভিযানে টিপীনগর এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করে STF-এর আগ্রা ফিল্ড ইউনিট। ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও বেশ কিছু জাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আধার কার্ড, ভোটার কার্ড সহ জাল নিয়োগপত্রও।

দেখুন খবর

Read More

Latest News