Monday, October 6, 2025
spot_img
Homeমাও দমন অভিযানে ছত্তিশগড়ে পোস্টিং ৮ জন আইপিএস অফিসার

মাও দমন অভিযানে ছত্তিশগড়ে পোস্টিং ৮ জন আইপিএস অফিসার

ওয়েবডেস্ক- ছত্তিশগড়ে (Chhattisgarh) মাও সন্ত্রাস দমনে (Anti-Maoist operations) একের পর কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর অমিত শাহের (Amit Shah) ২০২৬ সালের মাওবাদী মুক্ত দেশ গড়ার আহ্বানের পরেই জোর কদমে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

সম্প্রতি মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে (IED blast) শহিদ হন ছত্তিশগড়ের সুকমার (Sukma) অতিরিক্ত পুলিশ সুপার (Additional superintendent of police)  আকাশ রাও গিরিপুঞ্জ ( ASP Akash Rao Giripunje)। আহত হন চার পুলিশ কর্মী। এবার ছত্তিশগড়ে আইপিএস (IPS Officer) মর্যাদার ৮ জন আধিকারিককে নয়া পোস্টিং দেওয়া হল।

আরও পড়ুন- ছত্তিশগড়ে মাও ডেরায় আইইডি বিস্ফোরণ, শহিদ সুকমার পুলিশ কর্তা

একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ২০২১ ব্যাচের আটজন আইপিএস অফিসারকে বিভিন্ন জেলায় সিটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সিএসপি) পদে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার ১০ জুন রাজ্য স্বরাষ্ট্র বিভাগ এই বদলির আদেশ জারি করেছে। আদেশ অনুসারে, সুরগুজার সিএসপি রোহিত কুমার শাহকে সুকমা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (মাওবাদবিরোধী অভিযান) এবং জগদলপুরের (বস্তার জেলা) সিএসপি উদিত পুষ্করকে দান্তেওয়াড়া জেলায় এএসপি (মাওবাদবিরোধী অভিযান) হিসেবে নিয়োগ করা হয়েছে।

কোরবার সিএসপি রবীন্দ্র কুমার মীনা এবং রায়পুরের সিএসপি আমান কুমার রমন কুমার ঝাকে বিজাপুর জেলায় এএসপি (মাওবাদবিরোধী অভিযান) হিসেবে নিয়োগ করা হয়েছে।  সিএসপি জগদলপুর আকাশ শ্রীশ্রীমল কাঙ্কের জেলার এএসপি (মাওবাদী বিরোধী অভিযান) ভানুপ্রতাপপুরে পোস্টিং দেওয়া হয়েছে। সিএসপি সিভিল লাইনস রায়পুর অজয় ​​কুমার এবং সিএসপি বিলাসপুর অক্ষয় প্রমোদ সাবদ্রাকে নারায়ণপুর জেলায় এএসপি (মাওবাদী বিরোধী অভিযান) হিসেবে নিয়োগ করা হয়েছে।

দেখুন আরও খবর-

 

 

 

 

Read More

Latest News