Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeযে কোনও মুহূর্তে হামলা হতে পারে, ইরানের ভয়ে কাঁপছে আমেরিকা

যে কোনও মুহূর্তে হামলা হতে পারে, ইরানের ভয়ে কাঁপছে আমেরিকা

ওয়েব ডেস্ক: ইরানের (Iran) তিনটি পরমাণকেন্দ্রে ‘সফল’ উৎক্ষেপণ চালিয়েছে আমেরিকা (America)। তারপরই ট্রাম্প সম্রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট। পশ্চিম এশিয়ায় সংঘাত বেড়ে যাওয়ার জন্য মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করা হল। রবিবার রাত থেকে সতর্কতা জারি করেছে আমেরিকার বিদেশমন্ত্রক।

বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইজরায়েল ও ইরানের মধ্যে চলা সংঘাতের কারণে পশ্চিম এশিয়ায় ভ্রমণ ব্যাহত হচ্ছে। এই অঞ্চলের আকাশ সীমাও মাঝেমধ্যে বন্ধ রাখা হচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে। এই কারণে বিদেশ দফতর বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে।

আরও পড়ুন: অনেক দেশই ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত, রাশিয়ার মন্তব্যে হইচই

মার্কিন নাগরিকদের প্রশাসন জানিয়েছে, তাঁরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য এবং সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলি ওই মন্ত্রকের ওয়েবসাইটে দেখে নেন।

উল্লেখ্য, রবিবারের হামলার জবাবে আমেরিকাকে পাল্টা হুমকি দিয়েছে তেহেরাও। এই হামলার ফল ভোগ করতে হবে আমেরিকাকে বলেও হুশিয়ারি দিয়েছে খামেনি। আমেরিকার গোয়েন্দা দফতড়ের দাবি, ইরাক এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা করছে ইরানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন। এই নিয়ে সৌদি আরবে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক করেছে সেই দেশের দূতাবাসও। অপরদিকে ওয়াশিংটন, নিউ ইয়র্কের মতো শহরেও সতর্কতা হিসেবেহাই অ্যালার্ট জারি হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News