Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভ্যাকেশনে ডায়েট ভুলেছেন অনন্যা পাণ্ডে

ভ্যাকেশনে ডায়েট ভুলেছেন অনন্যা পাণ্ডে

কলকাতা: ব্যস্ততার কাটিয়ে ছুটির মেজাজে অনন্যা, ঘুরে বেড়াচ্ছেন মায়ামির (Ananya Panday Miami Travel) অলিগলি। অনন্যার ভ্যাকেশন মুড মানেই ডায়েট ভুলে লম্বা ‘চিট ডে’। অনন্যার (Ananya Panday) ভ্যাকেশনে ডায়েরি দেখলে অবাক হবেন আপনিও। বিদেশে ছুটি কাটানোর প্রতিটা মুহুর্ত, ভূরিভোজের নানা আয়োজনের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অনন্যা। মায়ামির অলিগলি ঘুরে বেড়াচ্ছেন নায়িকা।

ভ্যাকেশন মানেই ডায়েট ভুলে লম্বা ‘চিট ডে’। সেটা অনন্যার ছবি দেখেই বোঝা যাচ্ছে। ভূরিভোজের নানা আয়োজনের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অনন্যা।ডোনাট, পিজ্জা থেকে আইসক্রিম কি নেই তাঁর খাবারে? ঘুরে দেখছেন ফার্ম হাউজ। সারমেয়, মুরগি ও নানা রকমের পাখির মাঝে অনন্যা। কখনও আবার ইয়টে চড়ে ঘুরছেন সমুদ্রের বুকে।ঝকঝকে আকাশ আর তার নিচে সাদা স্টট ড্রেসে অনন্যা। মাংস থেকে মিষ্টির নানা পদ কব্জি ডুবিয়ে খাচ্ছেন সুস্বাদু সব বিদেশি খাবার।

 

View this post on Instagram

 

A post shared by Ananya 🌙 (@ananyapanday)

 অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News