Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
Home২৬-র ভোটের আগে মিল কেষ্ট-কাজলের!

২৬-র ভোটের আগে মিল কেষ্ট-কাজলের!

ওয়েব ডেস্ক: কেষ্ট- কাজলের দ্বন্দ্বে ইতি? শনিবার ২১ জুলাইয়ের বৈঠকের ডাক দেন সুব্রত বক্সী (Subrata bakshi) । তবে এই বৈঠকের পাশপাশি এদিন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ও কাজল শেখের (Kajal Sekh) সঙ্গে একান্ত বৈঠক করে তৃণমূল(Trinamool Congress)। যাবতীয় দ্বন্দ্ব মেটাতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। এদিন কেষ্ট ও কাজলকে কড়া ভাষায় বার্তা দেওয়া হয়। এমনকী, তাঁদের দ্বন্দ্বের কারণে দলের ক্ষতি হলে দু’জনকেই দলের রোষানলে পড়তে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরই মনে করা হচ্ছে, কেষ্ট- কাজল দ্বন্দ্ব এবার মিটল বলে!

বৈঠকে উপস্থিত ছিলেন, ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস (Arup Biswas) সহ শীর্ষ নেতৃত্বরা। ছিলেন জেলা সভাপতি, চেয়ারম্যান থেকে কোর কমিটির (Core Commitee) সদস্যরা। তবে এই বৈঠকে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের সঙ্গে একান্তে প্রায় ২০ থেকে ২৫ মিনিট বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতারা। তাহলে কী এবার কেষ্ট- কাজলের দ্বন্দ্বে ইতি পড়তে চলেছে?

আরও পড়ুন: অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে কড়া বার্তা তৃণমূলের, দেখুন

২০২৬-র নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হল শনিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শনিবার বৈঠকের ডাক দিয়েছেন সুব্রত বক্সী। ২১ জুলাই তৃণমূলের তরফে কীভাবে কি করা হবে, তারই একপ্রস্ত আলোচনা হয় এদিন ভবানীপুরের বৈঠকে। রাজনৈতিকভাবে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ২৬ –র নির্বাচনের আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে ভোটের দামামা বাজিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনের মঞ্চ থেকে কী বার্তা দেন, সেদিকে তাঁকিয়ে রয়েছে সকলেই। শনিবারের বৈঠকে শুধু ২১ জুলাই প্রসঙ্গ নয়। তৃণমূলের শীর্ষনেতারা একান্ত বৈঠক করেন কাজল শেখ ও অনুব্রত মন্ডলের সঙ্গে। রাজনৈতিক মহল মনে করছে, এই বৈঠকের পরই মিটতে চলেছে কাজল-অনুব্রত দ্বৈরথ। যদিও, তা জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।

সূত্রের খবর, দু’জনকেই কড়া ভাষায় ভর্ৎসনা করা হয়েছে। সুব্রত বক্সী জানিয়েছেন, অনুব্রত এবং কাজলের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে দলের কোনও ক্ষতি হলে তার ফল ভাল হবে না। পারস্পরিক বিবাদের কারণে দল যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে দু’জনকেই দলের রোষানলে পড়তে হবে। কেষ্ট বা কাজল, কেউ যেন পরস্পরের এলাকা দখল করতে না-যান।  সে ব্যাপারেও কঠোর নির্দেশ দিয়েছেন বক্সী।

শনিবার বৈঠক শেষে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, যে পারস্পরিক দ্বন্দ্বের কথা উঠেছিল অনুব্রত এবং কাজলের মধ্যে, সব বিবাদ মিটে গিয়েছে।

দেখুন ভিডিও 

Read More

Latest News