Saturday, December 27, 2025
Homeরথযাত্রায় বাংলা সিরিয়ালে মহাপর্ব!

রথযাত্রায় বাংলা সিরিয়ালে মহাপর্ব!

কলকাতা: রথযাত্রার এই বিশেষ দিনটিতে বাংলা বিনোদন চ্যানেলের দর্শকরা উন্মুখ হয়ে থাকে নতুন কি দেখতে পাবে! এই বিশেষ দিনের এপিসোডে বাংলা ধারাবাহিক যেন নতুন ঘটনার সাজে সেজে ওঠে। রথযাত্রা দিনের অনেক আগে থেকেই সেই পর্বের জানান দিতে থাকে চ্যানেলগুলি। খুব স্বাভাবিক কারণে এই বিশেষ দিনে ধারাবাহিকের টিআরপি হয় ঊর্ধ্বমুখী। আর সেই টিআরপি নিয়ে চলে বিভিন্ন চ্যানেলের মধ্যে প্রতিযোগিতা।
রায়চৌধুরী পরিবারের কথা যদি ধরা যায়, অর্থাৎ ধারাবাহিক ‘পুতুল টিটিপি’ তে রথযাত্রার শামিল হয় অনেক মানুষ। প্রতিবারের মতো এবারেও তার অন্যটা হবে না।
কিন্তু ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী রথযাত্রার ঠিক আগে ময়ূরকে আঘাত করা হয় যাতে সে এই রথযাত্রার দায়িত্বে থেকে পদযাত্রাকে এগিয়ে নিয়ে না যেতে পারে। আর তার ফলে পুতুল পুরুষের ছদ্মবেশ নাই যাতে সেই রথযাত্রাকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে।
ধারাবাহিক ‘শোলক সারি’ তেও রয়েছে রথযাত্রার চমক। রথযাত্রার পর শোলককে আর দেখতে চায় না আঁচল এবং প্রিয়দর্শিনী। আর সেই জন্যই তার প্রাণনাশের ছক কষে দুজনে মিলে। এবার দেখার পর্দায় শোলক নিজেকে কিভাবে বাঁচায়! এ সমস্ত পর্বগুলো দর্শকরা টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন ২৭ থেকে ২৯ জুনের মধ্যে।

Read More

Latest News