Sunday, October 5, 2025
spot_img
Homeঅঙ্কিতা ভাণ্ডারি খুনে দোষী সাব্যস্ত বিজেপি নেতার ছেলে সহ ৩

অঙ্কিতা ভাণ্ডারি খুনে দোষী সাব্যস্ত বিজেপি নেতার ছেলে সহ ৩

ওয়েব ডেস্ক: রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারি খুনের ঘটনায় (Ankita Bhandari Murder Case) তোলপাড় হয়েছিল গোটা দেশ। শুক্রবার ঘটনায় অভিযুক্ত তিনজনকে দোষী সাব্যস্ত করল উত্তরাখণ্ডের আদালত। দোষী সাব্যস্ত হয়েছে পুলকিত আর্য, সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্ত। উল্লেখ্য, পুলকিত বিজেপির প্রাক্তন প্রভাবশালী নেতা বিনোদ আর্যর ছেলে।

উত্তরাখণ্ডের পাউরি জেলার যমকেশ্বর ব্লকের একটি নামী রিসর্টে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন অঙ্কিতা। ২০২২ সাকের ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টের পর তিনি নিখোঁজ হয়ে যান। ঘটনার ছয়দিন পর স্থানীয় একটি স্থান থেকে উদ্ধার হয় তাঁর দেহ। অঙ্কিতার বাবা বীরেন্দ্র অভিযোগ করেছিলেন, তাঁর মেয়েকে খুন করেছে রিসর্টের মালিক ও তার বন্ধুরা। তারমধ্যে একজন বিজেপি নেতার ছেলে পুলকিত।

আরও পড়ুন: ফের সাফল্য যৌথ বাহিনীর, সোপিয়ানে লস্কর-ই-তৈইবার ২ জঙ্গির আত্মসমর্পণ

অভিযোগ উঠেছে, ওই রিসর্টের অতিথিদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য অঙ্কিতাকে চাপ দিত অভিযুক্ত হোটেলের মালিক। কিন্তু তাতে রাজি হননি ওই তরুণী। যে কারণে রিসর্টের ম্যানেজার সৌরভ এবং সহকারী ম্যানেজার অঙ্কিতা তাকে খুন করেছিল।

ওই অভিযোগ ওঠার পর বিনোদকে দল থেকে বহিষ্কার করেছিল বিজেপি। ঘটনার তদন্ত করার জন্য গঠিত হয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। সিট ৫০০ পাতার চার্জশিট জমা দিয়েছিল আদালতে। মামলা বিচারাধীন হয়েছিল ২০২৩ সালের ২৮ মার্চ। শুক্রবার ৩ জনকে দোষী সাব্যস্ত করার পরে অঙ্কিতার মা তাদের ফাঁসির শাস্তির দাবি জানান। এদিন আদালত দোষী সাব্যস্ত করেছে। বিচারক পরে সাজা ঘোষণা করবেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News