Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeতড়িঘড়ি G-7 বৈঠক ছেড়ে দেশে ফিরলেন ট্রাম্প, কিন্তু কেন?

তড়িঘড়ি G-7 বৈঠক ছেড়ে দেশে ফিরলেন ট্রাম্প, কিন্তু কেন?

ওয়েব ডেস্ক: ইজরায়েল-ইরান যুদ্ধে (Israel-Iran War) ফের রক্তাক্ত মধ্যপ্রাচ্য। আর এই আবহে তড়িঘড়ি জি-৭ বৈঠক ছেড়ে দেশে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর মার্কিন (USA) প্রেসিডেন্টের আচমকা এই পদক্ষেপকে ঘিরেই জল্পনার পারদ চড়ছে আন্তর্জাতিক মহলে। কারণ, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তিনি এমন কিছু করতে চলেছেন যা ইজরায়েল-ইরান সংঘর্ষ থামানোর থেকেও বড়। তবে কী সেই পদক্ষেপ, তা স্পষ্ট করেননি তিনি। বরং সকলকে বলেছেন, তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখতে।

এদিকে আজ নিয়ে ইজরায়েল ও ইরানের সংঘর্ষ পঞ্চম দিনে পড়েছে। দুই দেশই চালিয়ে যাচ্ছে ঘাত-প্রত্যাঘাতের যুদ্ধ, যা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এই প্রেক্ষিতে হোয়াইট হাউস জানিয়েছে, পরিস্থিতির গুরুত্বের জন্যই ট্রাম্পের সফরসূচি কাটছাঁট করা হয়েছে। এমনকি আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োও ফিরে আসছেন ওয়াশিংটনে।

আরও পড়ুন: ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের

তবে ট্রাম্পের আচমকা সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক টানাপড়েনও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ মন্তব্য করেছেন, ইজরায়েল-ইরান সংঘর্ষ থামাতেই ওয়াশিংটনে ফিরছেন ট্রাম্প। এই মন্তব্যে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, মাক্রোঁ ভুল বলছেন এবং প্রচারের আলোয় থাকার জন্য মিথ্যে বলছেন। ট্রাম্পের কথায়, “আমি কেন ফিরছি, সে বিষয়ে তাঁর কোনও ধারণাই নেই। এটা সংঘর্ষ বিরতির থেকেও বড় কিছু।”

ঘটনাচক্রে, ট্রাম্পের সফর কাটছাঁটের খবর সামনে আসার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া একটি বিস্ফোরক পোস্ট করে তিনি আহ্বান জানান, সবাই যেন অবিলম্বে তেহরান ত্যাগ করে। যদিও তেহরান ছাড়ার বার্তার পিছনে কোনও নির্দিষ্ট কারণ ওই পোস্টে উল্লেখ করেননি তিনি। তবে ‘সংঘর্ষবিরতির চেয়েও বড় কিছু’ করার ইঙ্গিত যে ঠিক কী, তা জানতে এখন নজর ওয়াশিংটনের দিকেই।

দেখুন আরও খবর: 

Read More

Latest News