Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমোবাইল ব্যবসায় মার্কিন প্রেসিডেন্ট! লঞ্চ হচ্ছে ‘ট্রাম্প মোবাইল’

মোবাইল ব্যবসায় মার্কিন প্রেসিডেন্ট! লঞ্চ হচ্ছে ‘ট্রাম্প মোবাইল’

ওয়েব ডেস্ক: কড়া শুল্কনীতির পর গ্লোবাল টেক জায়ান্ট অ্যাপলকে (Apple) নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার স্মার্টফোনের বাজারে পা রাখতে চলেছে ট্রাম্পের ব্যবসায়িক সংস্থা। ইতিমধ্যেই আমেরিকায় (USA) একাধিক ব্যবসা চালায় ট্রাম্প পরিবার। এবার তাঁরা টেক দুনিয়ায় লঞ্চ করতে চলেছে প্রথম নিজস্ব মোবাইল ব্র্যান্ড ‘ট্রাম্প মোবাইল’ (Trump Mobile)। প্রিমিয়াম সেগমেন্টের মোবাইলে এবার ‘অ্যাপল’কে কড়া টক্কর দিতে পারে ট্রাম্পের এই সংস্থা, এটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

সোমবার এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প। তাঁর কথায়, “এই উদ্যোগ শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রকল্প নয়, এটি আমেরিকান জাতীয়তাবাদের প্রতীক।” মার্কিন প্রেসিডেন্ট পুত্র আরও জানান, ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ (Make In America Great Again) এই চিন্তাধারা থেকেই ট্রাম্প মোবাইলের জন্ম। কিন্তু কেমন হবে ট্রাম্প মোবাইলের প্রথম স্মার্টফোনটি? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: তড়িঘড়ি G-7 বৈঠক ছেড়ে দেশে ফিরলেন ট্রাম্প, কিন্তু কেন?

সূত্র মারফত জানা গিয়েছে, সম্পূর্ণভাবে আমেরিকায় তৈরি হবে এই স্মার্টফোন। কল সেন্টার থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপই হবে মার্কিন মুলুকে। ফোনটির দাম (Trump Mobile Price) নির্ধারিত হয়েছে ৪৯৯ মার্কিন ডলার, বর্তমান সময়ে ভারতীয় মূল্যে যা প্রায় ৪৩ হাজার টাকা। এই মোবাইলে তুলনামূলকভাবে কম দামে উচ্চমানের প্রযুক্তি দেওয়া হবে বলে দাবি ট্রাম্প পরিবারের। উন্নত মোবাইল পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা ও সহজ ইন্টারফেসকে সামনে রেখেই তৈরি হচ্ছে ট্রাম্প মোবাইল।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে অ্যাপেলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সংঘাত থেকেই ট্রাম্প মোবাইলকে বাজারে আনার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে ট্রাম্প পরিবার। কারণ, মাসখানেক আগে ভারতে অ্যাপেলের বাণিজ্য সম্প্রসারণে আপত্তি জানিয়ে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই প্রেক্ষিতে স্মার্টফোন বাজারে ট্রাম্প পরিবারের প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News