Wednesday, November 26, 2025
Homeতপসিয়ার বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

তপসিয়ার বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

কলকাতা: ফের শহরে আগুন। সোমবার দুপুরে তপসিয়ার (Topsia) বহুতলে ভয়াবহ আগুন (Fire Breaksout Topsia) লাগে। তপসিয়ার ক্যালডেরা বিল্ডিং-এর দুই তলাতে আগুন। বিল্ডিংয়ে আচমকা ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নোভানোর কাজ করছে দমকল। মূলত শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান৷ ফার্স্ট ফ্লোরে একটি ডেকোরেটরের অফিস ছিল, সেখানেই আগুল লাগে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শহরে একের পর এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার কলকাতার হোটেলে ভয়াবহ আগুন। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শরৎ বোস রোডের (Sarat Bose Road) একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সবকিছুর মাঝে স্বস্তি এটাই যে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। হঠাৎই ওই হোটেলের কনফারেন্স রুমে (Conference Room) আগুন লেগে যায়। ঘটনার সময়ে কমপক্ষে ৫০ জন হোটেলে আটকে পড়েন। দমকলের চেষ্টায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: ফের কালো ধোঁয়ায় ঢাকল কলকাতার একটি হোটেল

অন্য খবর দেখুন

Read More

Latest News