Tuesday, November 11, 2025
Homeঅরুণাচলে প্রবল বৃষ্টিতে খাদে গাড়ি, মৃত্যু এক অন্তঃসত্ত্বা সহ ৭ জনের

অরুণাচলে প্রবল বৃষ্টিতে খাদে গাড়ি, মৃত্যু এক অন্তঃসত্ত্বা সহ ৭ জনের

ওয়েবডেস্ক- প্রবল বৃষ্টি সেই সঙ্গে ভূমিধসের (Land Slide) জেরে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা  সহ ৭ জনের। শুক্রবার রাতে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বানা সেপ্পা রোডে (Bana Seppa Road)  গাড়ি গিয়ে পড়ে খাদে। উদ্ধারকারী দল সেখানে গিয়ে পৌঁছলেও খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।

অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ভারী বৃষ্টিপাতের মধ্যে জাতীয় সড়ক-১৩-এ এক বিশাল ভূমিধসে দুই মহিলা ও দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন।

শুক্রবার রাতে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসের সময় মারুতি গাড়িটি সেপ্পার দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে খবর, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। বৃষ্টিপাতের সময় একটি সুমো গাড়িতে করে দুই পরিবারের সদস্যরা যাচ্ছিলেন। হঠাৎ করে রাস্তায় ধস নামে, ফলে গাড়িটি খাদে পড়ে যায়।  গাড়িতে থাকা সকলের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ৩২ বছর বয়সি সঞ্জু বাদি, তাঁর স্ত্রী তাসুম বাদি, তাঁদের পাঁচ বছর ও দু’বছরের সন্তান কাচু ও নিচা। পাশাপাশি একজন গর্ভবতী মহিলা-সহ আরও দুই শিশু ছিলেন।

আরও পড়ুন- রামকে নিয়ে মন্তব্যে রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ

অরুণাচলের বানা সেপ্পা রুটি একটি ধস প্রবণ এলাকা। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ধস নামে এই রুটে।

ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় বিধায়ক মামা নাটুং এবং কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

প্রসঙ্গত, উত্তর পূর্ব রাজ্যেগুলি সহ অরুণাচল প্রদেশে বেশ কয়েকদিন ধরেই অবিরাম বৃষ্টি চলছে। প্রবল বৃষ্টিতে বৃহস্পতিবার থেকেই বিপর্যস্ত সাধারণ জন জীবন। বৃষ্টির কারণে ভূমিধসের জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু রাস্তা। অবিরাম বৃষ্টিপাতের কারণে কেয়ি পানিওর জেলার চুলিউ গ্রামের একটি ঝুলন্ত সেতু সম্পূর্ণরূপে ভেসে গেছে। সেতুটি পিটাপুলের দিকে যাওয়া প্রধান মহাসড়কের একটি শর্টকাট পথ হিসেবে কাজ করত।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News