ওয়েব ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী জাহ্নবী কাপুরের(Janhvi Kapoor)একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে লন্ডন শহরের রাস্তায় হাতে হাত রেখে তার চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার(Boyfriend Shikhar Pahariya) সঙ্গে হাঁটছেন। যথেষ্ট রোমান্টিক তাদের শরীরী ভাষা।
জাহ্নবীকে দেখা যাচ্ছে একটি জগার প্যান্টের সঙ্গে কালো টিউব টপে। মেকআপহীন খোলা চুলে অভিনেত্রী। শিকারের হাতে হাত জড়িয়ে হাসতে দেখা যাচ্ছে। পাশে ছিলেন অভিনেত্রী জীবন খুশি কাপুরও(Khushi Kapoor)। খুশি পরেছিলেন প্যান্টের সঙ্গে সাদা টপ।
প্রসঙ্গত, জাহ্নবী-শিখর খোলামেলা ঘুরে বেড়ালেও কখনোই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। যদিও শিখরের নাম লেখা একটি নেকলেস পরতে দেখা গিয়েছিল শ্রীদেবী কন্যা জাহ্নবীকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই শেয়ার করেছিলেন।








