Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeশিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময়

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময়

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Gangopadhyay)। ইডি মামলায় জামিন পেলেন কল্যাণময়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেন। তবে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। ইডির মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় তাঁকে জেল হেফাজতেই থাকতে হবে

এর আগেও গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন কল্যাণময়। কিন্তু মুক্তি তখনও পাননি। কারণ ওই দিন সকালেই জামিন পেলেও, রাতে আবার এক নতুন মামলায় তাঁকে সিবিআই গ্রেফতার করে।
ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়। যদিও তাঁর জামিনের বিরোধিতা করেছিল ইডি। কেন কল্যাণময়কে জামিন দেওয়া হবে না, তা ইডির কাছে জানতে চেয়েছিল আদালত। সব পক্ষের বক্তব্য শোনার পর মঙ্গলবার ইডির মামলায় কল্যাণময়ের জামিন মঞ্জুর করল হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক প্রভাবশালী প্রশাসনিক আধিকারিকদের নাম জড়িয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে নেমে তাঁদের বিরুদ্ধে আইনত পদক্ষেপও নিয়েছে। একাধিক প্রভাবশালী এই মামলায় জেলবন্দি।

আরও পড়ুন: রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বই

সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই সময় মধ্যশিক্ষা পর্ষদে দায়িত্বে ছিলেন কল্যাণময়। কল্যাণময়ের আমলে স্কুলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কল্যাণময়কে গ্রেফতার করে সিবিআই।

অন্য খবর দেখুন

Read More

Latest News