Friday, November 7, 2025
Homeমীনা কুমারির বায়োপিকে কিয়ারা!! মা হওয়ার পর নতুন চ্যালেঞ্জ!

মীনা কুমারির বায়োপিকে কিয়ারা!! মা হওয়ার পর নতুন চ্যালেঞ্জ!

ওয়েব ডেস্ক: মাতৃত্বকালীন ছুটির পরই নতুন ছবির কাজে হাত দিতে পারেন অভিনেত্রী কিয়ারা আদবানি(Kiara Advani)। মা হবার চ্যালেঞ্জের পর পর্দায় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে চলেছেন অভিনেত্রী। তাহলে কী বলিউডের ‘ট্রাজেডি কুইন'(Tragedy Queen) মীনা কুমারীর বায়োপিকে(Meena Kumari biopic) সত্যি সত্যি কিয়ারাকেই দেখা যাবে!
জানা যাচ্ছে মীনা কুমারির আত্মজীবনী রূপোলি পর্দায় আনতে চলেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা(Sidharth P Malhotra)। তিনি সারেগামাপা এবং আমরোহী পরিবারের সঙ্গে যৌথভাবে বিগ বাজেটের এই ছবি তৈরি করতে চলেছেন। কিংবদন্তি এই বলিউড অভিনেত্রী ভূমিকায় আরো অনেকের নাম শোনা যাচ্ছিল। তবে এই চরিত্রের জন্যই ইতিমধ্যে প্রস্তাব পেয়েছেন কিয়ারা।

পর্দায় জনপ্রিয় এই বলিউড অভিনেত্রীর গ্ল্যামার এবং কেরিয়ারের যন্ত্রণা কিয়ারা তাঁর শরীরে ভাষা দিয়ে ফুটিয়ে তুলতে পারবে বলে নির্মাতাদের বিশ্বাস।
শুধু তাই নয় শোনা যাচ্ছি ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য হাতে পেয়েছেন অভিনেত্রী। যা পড়ে তিনি নাকি যথেষ্ট এক্সাইটেড। খুব শীঘ্রই নাকি চুক্তিপত্রে সই হবে। যদি সত্যিই কিয়ারা এই চরিত্রটি করেন এবং সফল হন তবে তার অভিনয় জীবনে এটি হতে চলেছে মাইলফলক।
যদিও তিনি এখন অন্তঃসত্ত্বা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে মীনা কুমারীর বায়োপিকের কাজ নিয়েই তিনি পর্দায় ফিরতে চান! প্রসঙ্গত, মীনা কুমারীর প্রাক্তন স্বামী তথা পরিচালক কমল আমরোহীর চরিত্রে ঠিক কাকে দেখা যাবে তা এখনো ঠিক হয়নি। তবে কিয়ারার সঙ্গে কেমিস্ট্রি ম্যাচ করার কথা মাথায় রেখেই অভিনেতা বাছাই করা হবে।

Read More

Latest News