Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, গ্রেফতার মেডিক্যাল কলেজের পিজিটি ইন্টার্ন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, গ্রেফতার মেডিক্যাল কলেজের পিজিটি ইন্টার্ন

কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস (Harassing Woman) ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ চিকিৎসক পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) পিজিটি ইন্টার্ন। অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার বান্ধবীর সঙ্গে তিনি সহবাস করেছেন। যার ফলে বান্ধবী তিন বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। কিন্তু প্রতি বারই তিনি গর্ভপাত করিয়ে দিয়েছেন। বান্ধবীর সম্মতি ছাড়াই করানো হয়েছে গর্ভপাত। মেডিক্যাল কলেজের পড়ুয়ার বিরুদ্ধে পাটুলি থানায় (Patuli Police Station) অভিযোগ দায়ের করেন তাঁর বান্ধবী। সেই অভিযোগের ভিত্তিতে ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক মালদহের বাসিন্দা। কলকাতা মেডিক্যালে পিজিটি ইন্টার্ন হিসাবে কর্মরত রয়েছেন। বউবাজার এলাকার থানা এলাকার হস্টেলে থাকেন। বছর খানেক আগে অভিযোগকারী যুবতীর সঙ্গে তাঁর পরিচয় হয় বলে জানা যাচ্ছে। যুবতীও কলকাতার বাসিন্দা নন বলেই জানা গিয়েছে। যুবতীর অভিযোগ, পরিচয়ের পর ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। ওই পড়ুয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিক বার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। তার জেরে তিনবার গর্ভবতী হন ২৭ বছর বয়সী যুবতী। অভিযোগ, তিনবারই তাঁর সম্মতি ছাড়াই তাঁর গর্ভপাত করান অভিযুক্ত যুবক। নির্যাতিতার দাবি, এরপর বিয়ের কথা বলতেই বেঁকে বসেন ওই পিজিটি ইন্টার্ন। অবশেষে যুবতী থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের পরই এফআইআর দায়ের করে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত পিজিটি ইর্ন্টানকে উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার করে পাটুলি মহিলা থানা। আজ, শুক্রবার অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

আরও পড়ুন: বাংলায় কবে ঢুকছে বর্ষা? তারিখ জেনে নিন

অন্য খবর দেখুন

Read More

Latest News