Monday, November 10, 2025
Homeএবার পুজোয় আসছে মুনির...

এবার পুজোয় আসছে মুনির…

কলকাতা: ২০২৩ সালের পুজোয় মুক্তি পায় উইন্ডোজের প্রথম থ্রিলার ঘরানার ছবি ‘রক্তবীজ’ (Roktobeej )। প্রথমবার থ্রিলার ছবিতে হাত দিয়েই কার্যত ছক্কা হাঁকিয়েছিলেন শিবপ্রসাদ নন্দিতা। দর্শকদের ভালোই সাড়া পেয়েছিল এই ছবি, যাকে বলে সুপারডুপার হিট। নন্দিতা রায় (Nandita Roy)-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) প্রথম পুজোর ছবি ‘রক্তবীজ’-এ অঙ্কুশ আইটেম গানে ছিলেন। ছবির শেষ দৃশ্যে তাঁর উপস্থিতি আভাস দিয়েছিল, তিনি পরের পর্বে থাকছেন। চলতি বছর পুজোয় আসছে ‘রক্তবীজ ২’। ছবিতে অঙ্কুশের (Ankush Hazra) লুক প্রকাশ্যে এল।

রক্তবীজের সিক্যুয়েলের ইঙ্গিত আগেই মিলেছিল। চলতি বছরের পুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ-২’ (Roktobeej 2)। সম্প্রতি থাইল্যান্ডে ছবির গানের শুটিং সেরে শহরে ফিরেছে ছবির টিম। গতবার একটা আইটেম ডান্সেই শুধু দেখা যায় অঙ্কুশ হাজরাকে । তখনই রেশ রেখে গিয়েছিলেন তিনি । অঙ্কুশকে সামনে রেখেই ছবিটা পরিচালক এমনভাবে শেষ করেন যে ‘রক্তবীজ’-এর পার্ট টু’র প্রমিস থেকে গিয়েছিল তখনই । ছবিতে অন্যতম খলনায়ক ‘মুনীর আলম’ চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। ছবির জন্য চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ, অঙ্কুশকে আশ্বাস দিয়েছিলেন শিবপ্রসাদ। অভিনেতাও তাই এক কথায় অভিনয় করতে রাজি হন।

আরও পড়ুন:  ‘রক্তবীজ ২’ নিয়ে ভিক্টরের সঙ্গে ছবি পোস্ট বিশেষ বার্তা শিবপ্রসাদের

স্যোশাল মিডিয়ায় এই ছবিতে অঙ্কুশের চরিত্রের ঝলক প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে অঙ্কুশের চোখে রহস্য লুকিয়ে। রয়েছে চাপা তেজও। দুটো চোখের ছবিই প্রকাশ্যে এনে যেন অনেক না বলা কথা, বলে দিলেন তিনি। এঙ্কুশের মুখ ঢাকা চাদরে। ধীরে ধীরে চারদ সরিয়ে বেরিয়ে এলেন মুনির…। ছবিটি নিজের স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ। ক্যাপশানে নিখেছেন ‘এবার পুজোয় মুনির আসছে’।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

 অন্য খবর দেখুন

Read More

Latest News