Wednesday, October 8, 2025
Homeরাম মন্দিরে শুরু ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান, চলবে ৩ দিন

রাম মন্দিরে শুরু ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান, চলবে ৩ দিন

ওয়েব ডেস্ক: সেজে উঠছে রামমন্দির (Ram Mandir)। মঙ্গলবার শুরু হতে চলেছে রাম মন্দিরের দ্বিতীয় পর্বের প্রাণপ্রতিষ্ঠা। মূল অনুষ্ঠান বৃহস্পতিবার ৫ জুন। বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রামমন্দিরের রাম দরবার এবং মন্দির চত্বরের আরও ছ’টি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে স্বর্ণচূড়া বসানো হয়েছে গর্ভগৃহের মাথায়। যা ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

রাম জন্মভূমির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, সোমবার সরযূ মদী থেকে একটি কলস যাত্রা করা হয়েছে। প্রাণপ্রতিষ্ঠা ঘিরে রয়েছে কড়াকড়ি, নিরাপত্তা ঘেরাটোপ। মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ কর্মী।

আরও পড়ুন: অপারেশন সিন্দুর: সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

ট্রাস্টের তরফে আরও জানানো হয়েছে, মঙ্গলবার ১০১ জন বৈদিক পণ্ডিত প্রাণপ্রতিষ্ঠার পুজো শুরু করবেন। প্রথম দফায় চলবে প্রায়শ্চিত্ব পুজো। পণ্ডিত জয়প্রকাশ এবং আচার্য অমরনাথের নেতৃত্বে এই পুজো সম্পন্ন হবে। ট্রাস্টের সম্পাদক চম্পত রায় সাধারণ মানুষকে মন্দির পরিদর্শনের জন্য আহ্বান জানিয়েছে। ৩ থেকে ৫ জুন পর্যন্ত মন্দিরে সব পাশ বাতিল করা হয়েছে। অপরদিকে, প্রাণপ্রতিষ্ঠার বেশকিছু অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

জেলাশাসক নিখিল টিকারাম ফান্ডে জানিয়েছেন, রামমন্দির এবং হনুমানগড়ি দুটি স্থানে দর্শনার্থীদের জন্য বসবার জায়গা, পানীয় জল, ওআরএস-সহ বেশ কয়েকটি ব্যবস্থা করা হয়েছে। জেলাজুড়ে জরুরি ভিত্তিতে হাসপাতালের বেড সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার গৌরব গ্রোভার বলেন, “মন্দিরের ভিতরে ও বাইরে একাধিক স্থানে পরিদর্শন করা হয়েছে। মন্দির চত্বরের নিরপত্তা আরও জোরদার করা হয়েছে।”

উল্লেখ্য, ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের বহু বিশিষ্ঠ ব্যক্তি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই অর্ধসমাপ্ত মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। যদিও বিতর্ক উড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। দ্বিতীয় পর্যায়ে রাম দরবার ও একাধিক মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News