Saturday, December 27, 2025
Homeরেল লাইনে সংস্কার, একাধিক দূর পাল্লার ট্রেন বাতিল, গতিপথ সংক্ষিপ্ত

রেল লাইনে সংস্কার, একাধিক দূর পাল্লার ট্রেন বাতিল, গতিপথ সংক্ষিপ্ত

ওয়েবডেস্ক- রেল লাইনে (Rail Line) সংস্কার (Renovations) সহ স্টেশনের (Satation) মেরামতি কাজের জন্য কয়েকশো ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ২৭ জুন থেকে ১৪ জুলাই ব্যাহত হবে ট্রেন পরিষেবা। ফলে ভোগান্তিতে পড়বে রেল যাত্রীয়া। কম-বেশি ৩৫০ ট্রেন বাতিল সহ গতিপথ পরিবর্তন করা হয়েছে। ট্রেন বাতিল (Train Canceled) বা যাত্রাপথ পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় ।

যারা টিকিট আগে থেকেই কেটে রেখেছিলেন তারাই সব থেকে বেশি ভোগান্তিতে পড়বে। এই সমস্যা সব থেকে বেশি প্রভাব পড়বে উত্তর ভারতে (North India)। পঞ্জাবের অমৃতসর থেকে ফিরোজপুরের মধ্যে চলে এমন বহু ট্রেন বাতিল হতে পারে ৷ পঞ্জাবের তরণতারণে ২৭ জুন থেকে ১৪ জুলাই ট্রেন চলাচল প্রভাবিত হবে ৷

দিল্লির আনন্দ বিহার থেকে তেজস রাজধানী ত্রিপুরার আগরতলা যাতায়াত করার জন্য় অনেকেই তেজস রাজধানী এক্সপ্রেসে চড়েন ৷ সেই ট্রেনটিও জুন মাসের শেষের কয়েকদিন বাতিল থাকবে। দিল্লি থেকে অমৃতসর এবং চণ্ডীগড় যাওয়ার কয়েকটি ট্রেনও জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকতে চলেছে ৷

আরও পড়ুন- অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে ভারত কী করতে পারে, গোটা বিশ্বের কাছে স্পষ্ট: মোদি

তবে রেলের সিদ্ধান্তে বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন পর্যটকেরা। কারণ যেহেতু দূরপাল্লার ট্রেন, তাই আগে থেকেই যারা ট্রেনের টিকিট কেটে রেখেছেন, তারাই সব থেকে বেশি সমস্যায় পড়বেন। বেশ দীর্ঘ সময় ধরে সংস্কারের কাজ হবে, কাজেই ভোগান্তি বাড়বে।

দেখুন আরও খবর-

Read More

Latest News