Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeরবিনার ফ্যাশন স্টেটমেন্টের কাছে হার মানে মেয়ে রাশার গ্ল্যামারও

রবিনার ফ্যাশন স্টেটমেন্টের কাছে হার মানে মেয়ে রাশার গ্ল্যামারও

কলকাতা: বেশ কয়েক বসন্ত পেরিয়েও রবিনা টন্ডন (Raveena Tandon) টেক্কা দেন এখনকার নায়িকাদের। রবিনার ফ্যাশন স্টেটমেন্টের কাছে হার মানে মেয়ে রাশার গ্ল্যামারও। এবার অভিনেত্রীকে দেখা গেল নানা সেডের গাউনে। নায়িকার গ্ল্যামারাস লুক দেখে চোখ ফেরানোর দায়। তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে দাপটে সঙ্গে কাজ করেছেন রবিনা ট্যান্ডন। কেবল পর্দায় তার কাজের ক্ষেত্রেই নয়, তার ফ্যাশনের ক্ষেত্রেও নিজের ভিন্ন ছাপ রেখেছেন অভিনেত্রী।

রবিনা নিজেকে মেলে ধরলেন সুনীত ভার্মার তৈরি লঙ সোনালী রঙের হ্যাল্টার-নেক গাউনে। এই ড্রেসে ঝলমল করছেন তিনি। পোশাকের সঙ্গে হীরার কানের দুল তার লুককে আরও উজ্জ্বল করে তুলেছে। অভিনেত্রী ধরা দিয়েছেন মাল্টি কালারের ড্রেসে। ডিপকাট ওয়ান পিস স্পিল্টেট ড্রেসে অন্যবদ্য নায়িকা। অন্য একটি ছবিতে কালো লঙ ড্রেসে পোজ দিয়েছেন। রবিনার ফ্যাশনে তাঁর গ্ল্যামার উপছে পড়ছে। যা হার মানাবে ১৮ তন্বীকেও। ছবি দেখে নেটিজেনরা বলছে ৯০ ফ্যাশন ব্যাক। নিজের স্টাইল সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমার ফ্যাশন কখনই সেই মুহূর্তে কী স্টাইলে আছে বা কী স্টাইলে নেই তা নিয়ে ছিল না। আমি সবসময়ই চিরসবুজ ক্লাসিক পোশাকের পক্ষে। আমার স্টাইল ফ্যাশন ট্রেন্ডের চেয়ে আরামদায়ক পোশাকের উপর বেশি নির্ভর করে। ৯০-এর দশকের ফ্যাশন দৃশ্যের কোনও কিছুই মিস করেন না। তিনি মনে করেন সবকিছু ইতিমধ্যেই ফিরে এসেছে। “ফ্যাশন সম্পূর্ণ পরিবর্তন করে এবং ফিরে আসে।

আরও পড়ুন: উন্মুক্ত বক্ষদেশ! সিলভার ড্রেসে রুকমা যেন পারফেক্ট ফ্যাশনিস্তা

 অন্য খবর দেখুন

Read More

Latest News