Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Home“ভারত এখন আগের ভারত নেই,” পাকিস্তানকে হুঁশিয়ারি জয়শঙ্করের

“ভারত এখন আগের ভারত নেই,” পাকিস্তানকে হুঁশিয়ারি জয়শঙ্করের

ওয়েব ডেস্ক: সন্ত্রাসবাদকে (Terrorism) কেন্দ্র করে ফের পাকিস্তানকে (Pakistan) সতর্ক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ভবিষ্যতে এমন হামলা হলে ভারত কড়া জবাব দেবে, প্রয়োজনে পাকিস্তানের আরও গভীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেবে। ইউরোপ সফরে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, “যদি পাকিস্তান ভবিষ্যতেও এই ধরণের বর্বরোচিত জঙ্গি হামলা চালায়, তাহলে ভারত কোনওভাবেই তা মেনে নেবে না।”

পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এই সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, “আমাদের প্রতিক্রিয়া শুধু কথায় সীমাবদ্ধ থাকবে না, আমরা জঙ্গিদের ধ্বংস করতে পাকিস্তানের ভেতরে প্রবেশ করতেও দ্বিধা করব না। আমাদের লক্ষ্য শুধুই সন্ত্রাসবাদ এবং যারা এই হামলার নেপথ্যে রয়েছে।” তিনি আরও বলেন, “পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে রয়েছে। তারা হাজার হাজার জঙ্গিকে প্রশিক্ষণ দিয়ে নিয়ন্ত্রণ রেখার ধারে পাঠাচ্ছে। কিন্তু ভারত এখন আগের ভারত নেই। এমন কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবরকম ব্যবস্থা নিতে প্রস্তুত।”

আরও পড়ুন: জনসংখ্যার নিরিখে চীনেরও আগে ভারত! বড় রিপোর্ট দিল রাষ্ট্রপুঞ্জ

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করে লস্কর-ই-তইবা ঘনিষ্ঠ সংগঠন ‘টিআরএফ’-এর জঙ্গিরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত ৭ মে ভোর রাতে জবাবি হামলা চালায়। ভারতীয় সেনা এবং বায়ুসেনার যৌথ অভিযানে ধ্বংস হয় পাকিস্তান এবং পিওকে-র অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সীমান্তবর্তী এলাকাগুলি এবং সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। যদিও সেই হামলা প্রতিহত করে ভারতীয় বাহিনী এবং একযোগে পাল্টা প্রত্যাঘাত করে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News