Sunday, October 12, 2025
Home'সর্দারজি ৩' ছবিতে নিষেধাজ্ঞা, সোশ্যাল মিডিয়ায় দিলজিতের ইঙ্গিত পূর্ণ পোস্ট

‘সর্দারজি ৩’ ছবিতে নিষেধাজ্ঞা, সোশ্যাল মিডিয়ায় দিলজিতের ইঙ্গিত পূর্ণ পোস্ট

ওয়েব ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার(2025 Pahalgam attack) পর পাক অভিনেতাদের সঙ্গে এদেশে কাজ করার ব্যাপারে বাধা নিষেধ জারি করা হয়েছে। তারই জেরে ভারতীয় ভাবাবেগে আঘাত দিয়ে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি করে এবার সমস্যার সম্মুখীন হয়েছেন অভিনেতা দিলজিত দোসাঞ্ঝ।
সম্প্রতি ‘সর্দারজি ৩'(Sardaar Ji 3) ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। তারপরেই সিনে সংগঠকদের তরফে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে।
এবার তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায় দিলজিত(Diljit Dosanjh)। তিনি লিখেছেন,’মুক্তির আগেই সেন্সরড’।
প্রসঙ্গত, পাহেলগাঁও এর বৈশ্যরন উপত্যকায় ধর্মের নামে যেভাবে নির্বিচারে হত্যা লীলা চলেছিল তাতে ভারতীয়দের মনে যথেষ্ট ক্ষোভ এবং বিদ্বেষের সঞ্চার হয়েছে। তাতেই রোষানলে পড়েছেন পাকিস্তানের বিনোদন জগতের শিল্পীরা। এইরকম একটা পরিস্থিতিতে নেটিজেনরা কিছুতেই পাক সুন্দরী হানিয়া আমিরের(Pak actor Hania Aamir) সঙ্গে দিলজিতের ছবিকে মেনে নিতে পারছেন না। আর তার মধ্যেই দিলজিতের ‘মুক্তির আগেই সেন্সরড’ নেটিজেনদের আরও ক্ষেপিয়ে তুলেছে। কয়েকজন পাকশিল্পী ‘অপারেশন সিঁদুর’(Operation Sindoor)-এর সমালোচনা করায় তাঁদের সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন হানিয়া আমির। অর্থাৎ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন পাক অভিনেত্রী হানিয়া আমির।

কিন্তু শোনা যাচ্ছে দিল্লিতে এই পোস্ট নাকি ‘সর্দারর্জি ৩’ ছবি নিয়ে নয়। তার এই পোস্ট নাকি তাঁর আগের ছবি ‘পাঞ্জাব ৯৫'(Punjab 95) নিয়ে। সেন্সর বোর্ডের পক্ষ থেকে ছবিতে ১২৭ টি পরিবর্তনের দাবি জানানো হয়েছিল।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বলছে, পরিচালক হানি ত্রেহান ‘পাঞ্জাব ৯৫’-এর যে ভার্সনটি নিয়ে তাদের কাছে এসেছেন, তার ১২৭টি জায়গায় পরিবর্তন প্রয়োজন। এই তালিকায় রয়েছে: মূল চরিত্র যশবন্ত সিং খালরার নাম পাল্টাতে হবে, ভারতীয় পতাকা দেখানো যাবে না, ‘পাঞ্জাব পুলিশ’-এর নাম নেওয়া যাবে না। ছবির নামও পাল্টাতে হবে বলে জানিয়েছে সেন্সর বোর্ড।  এ প্রসঙ্গে পরিচালক হানি প্রশ্ন রেখেছেন, ‘তাহলে আর কী বাকি থাকল?’

ফলে স্বাভাবিক কারণেই ছবিমুক্তি আটকে যায়। একদিকে ‘সর্দারজি ৩’ ছবি নিয়ে জটিলতা অন্যদিকে ‘পাঞ্জাব ৯৫’ নিয়ে সেন্সর বোর্ডের আর্জি।আর তা নিয়েই সরব হয়েছেন অভিনেতা দিলজিত। প্রসঙ্গত, পাঞ্জাবের মানবাধিকার কর্মী জাসমান সিং খালরার জীবন নিয়ে তৈরি করা হয়েছিল ‘পাঞ্জাব ৯৫’।

Read More

Latest News