Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeরবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক পরিণতি কিশোরের

রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে মর্মান্তিক পরিণতি কিশোরের

ওয়েব ডেস্ক: সাঁতার কাটতে নেমে জলে ডুবে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। ঘটনা কলকাতার রবীন্দ্র সরোবর লেকে (Rabindra Sarobar Lake)। জানা গিয়েছে, আজ ছুটির দিন রবিবার সকালে লেকের জলে সাঁতার কাটতে নামে ওই কিশোর। সঙ্গে ছিল তাঁর দুই বন্ধু। সাঁতার কাটতে গিয়ে গাছগাছালি, শ্যাওলায় (Moss) তাঁদের পা আটকে যায়। আর তখনই নিজেকে সামলাতে না পেরে জলে তলিয়ে যায় সে। মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে এটাই মনে করা হচ্ছে। মৃতের নাম শিবনাথ সাউ। তাঁর বয়স ১৬ বছর। তাঁর বাড়ি গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসে (Ballygunge Place)। ঘটনায় তাঁর দুই বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় জানিয়েছেন, এদিন সকালে সাঁতার কাটতে তাঁরা জলে নামলেও কিছুক্ষণের মধ্যে সে নিখোঁজ হয়ে যায়। গাছগাছালি সরিয়ে প্রথমে দুই বন্ধুর খোঁজ পান সাঁতার কাটতে থাকা অন্যান্যরা। পরের দিকে খোঁজ মেলে শিবনাথের। তড়িঘড়ি তাঁদের এমআর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা শিবনাথকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:

কলকাতার বুকে কিশোরের অকাল মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহালদশা লেকের। শ্যাওলা (Moss) আগাছায় ভরে রয়েছে লেকের জল। লেকের জল দেখলেই বোঝা যাবে তা বহুদিন রক্ষণাবেক্ষণ (Maintainence) এর অভাব রয়েছে। কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই দুর্ঘটনা।

দেখুন অন্য খবর 

Read More

Latest News