Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeএই নিয়ে পাঁচ বার! সেনাবাহিনীকে অবমাননাকর মামলায় হাজিরা দিলেন না রাহুল গান্ধী

এই নিয়ে পাঁচ বার! সেনাবাহিনীকে অবমাননাকর মামলায় হাজিরা দিলেন না রাহুল গান্ধী

ওয়েবডেস্ক- ফের বিপাকে রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেনাবাহিনীর প্রতি অবমাননাকর (Insulting Remark) মন্তব্যের মামলায় লখনউ আদালতের শুনানিতে উপস্থিত হলেন না রাহুল। ফলে রায়দান মুলতুবি। ভারতীয় সেনার (Indian Army) মানহানি করায় ফৌজদারি অভিযোগে অভিযুক্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোমবারের শুনানি ছিল লখনউয়ের আদালতে (Lucknow court) । এই নিয়ে টানা পঞ্চম বার গরহাজির থাকায় মামলাটি জটিল ও গুরুতর চেহারা নিয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে ভারত জোড়ো (Bharat Jodo Yatra)  যাত্রা চলাকালীন চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ সম্পর্কে মানহানিকর মন্তব্য করার অভিযোগ রাহুলের বিরুদ্ধে। ফৌজদারি অভিযোগের জেরে প্রাথমিক শুনানির পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম সমন রাহুলকে। হাজিরা না দিয়ে রাহুল এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ।

আরও পড়ুন- অপারেশন সিঁদুরের পরে এই প্রথম চীন সফরে যাচ্ছেন রাজনাথ সিং

জারি হওয়া সমন সম্পূর্ণ বৈধ ও যুক্তিপূর্ণ অভিমত সহ রাহুলের আবেদন খারিজ হাইকোর্টে। তারপর আরো চার বার তাঁকে সময় পাঠানো হয়। শেষ দুটি সমন অনুযায়ী ৪ ও ২৩ জুন তাঁকে হাজির হতে বলা হয়। তারপরেও হাজির না হওয়ায় আদালত রায়দান মুলতুবি রেখেছে।

উল্লেখ্য, অন্যদিকে রাহুলের দ্বৈত নাগরিকত্ব বিতর্কে এলাহাবাদ হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের জবাব চেয়েছে। অভিযোগ তিনি ব্রিটিশ নাগরিক। তাই ভারতীয় নাগরিকত্ব অবৈধ।

দেখুনা আরও খবর-

Read More

Latest News